DigiLocker: গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না থাকলেও দিতে হবে না জরিমানা !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
DigiLocker: কীভাবে ডিজি-লকারে বানাবেন নিজের অ্যাকাউন্ট ?
#নয়াদিল্লি: গাড়ি বা বাইক নিয়ে বেরোলে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ যেমন রেজিস্ট্রেশন, বিমা ও পলিউশনের সার্টিফিকেট সঙ্গে রাখা বাধ্যতামূলক ৷ নিয়ম অনুযায়ী, ট্রাফিক পুলিশ ধরলে এবং এই কাগজপত্র আপনার কাছে না থাকলে জরিমানা দিতে হয় ৷ তবে এখন ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ সঙ্গে না থাকলেও পুলিশ আপনার নামে চালান কাটবে না ৷ বর্তমানে আপনি ট্রাফিক পুলিশকে পরিবহন বিভাগের ডিজি-লকার (DigiLocker) প্ল্যাটফর্ম বা এম পরিবহন (mParivahan) মোবাইলে অ্যাপে ডিজিটালি রাখা ডকুমেন্টস দেখাতে পারবেন ৷
কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রালয়ের তরফে জারি করা নির্দেশ অনুযায়ী, এবার থেকে সমস্ত রাজ্যেকে এম-পরিবহন অ্যাপ ও ডিজি-লকার ডকুমেন্টকে বৈধ মানতে হবে ৷ এখন এটিকে আইনি স্বীকৃতিও দেওয়া হয়েছে। এই নির্দেশের পর থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই বিষয়ে বিজ্ঞাপন দিয়ে মানুষকে সচেতন করছে ৷
advertisement
advertisement
কী এই DigiLocker ?
DigiLocker এক ধরনের ডিজিটাল লকার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুলাই ২০১৫-তে এটি লঞ্চ করেছিলেন ৷ ডিজিটাল ইন্ডিয়া অভিযানে ডিজি লকার শুরু করা হয়েছিল ৷ ডিজি লকার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ ডিজি-লকারে দেশের নাগরিকরা তাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি তথ্য স্টোর করতে পারবেন ৷
advertisement
সম্পূর্ণ ভাবে সুরক্ষিত এই DigiLocker
DigiLocker আপনার আধার কার্ড ও ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক থাকে ৷ এর মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টের স্ক্যান্ড কপি PDF, JPEG ও PNG ফর্ম্যাটে আপলোড করে সেভ করে রাখতে পারবেন ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এই ডকুমেন্টে ই-সাইনও করতে পারবেন ৷ এটা একদম সেলফ অ্যাটাস্টেড ফিজিক্যাল ডকুমেন্টের মত কাজ করে ৷
advertisement
কীভাবে ডিজি-লকারে বানাবেন নিজের অ্যাকাউন্ট ?
- প্রথমে digitallocker.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ কিন্তু তার আগে এটা নিশ্চিত করতে হবে যে আপনার ফোন নম্বর আধার নম্বরের সঙ্গে রেজিস্টার্ড রয়েছে ৷ ফোন নম্বর রেজিস্টার্ড না থাকলে এটা ব্যবহার করা যাবে না ৷
- এরপর Sign Up এ ক্লিক করে নিজের নাম, জন্মদিন, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল আইডি ও পাসওয়ার্ড দিতে হবে ৷ পাসওয়ার্ড আপনি নিজে বানাতে পারবেন ৷
- এরপর ১২ অঙ্কের আধার নম্বর দিতে হবে ৷ আধার নম্বর দিতেই দুটি বিকল্প চলে আসবে ৷
advertisement
OTP ও ফিঙ্গারপ্রিন্ট ৷ এর মধ্যে যে কোনও একটি ব্যবহার করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2022 11:30 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
DigiLocker: গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না থাকলেও দিতে হবে না জরিমানা !