গাড়িতে CNG কিট লাগানোর আগে যে কয়েকটি বিষয়ে নজর দেওয়া প্রয়োজন...
- Published by:Debamoy Ghosh
Last Updated:
নিজেদের গাড়িতে CNG কিট লাগানোর আগে, এক নজরে দেখে নিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।
#নয়াদিল্লি: ভারতে পেট্রোল, ডিজেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। এর ফলে অনেকেই তাদের গাড়িতে লাগাচ্ছেন CNG কিট। কিন্তু নিজেদের গাড়িতে CNG কিট লাগানোর সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন। এই সব বিষয়ের দিকে গুরুত্ব না দিলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ। তাই বিপদ এড়ানোর জন্য কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নিজেদের গাড়িতে CNG কিট লাগানোর আগে, এক নজরে দেখে নিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।
অথোরাইজড ডিলারের থেকে লাগাতে হবে CNG কিট -
সস্তার চক্করে অনেক গাড়ির মালিকই তাঁদের গাড়িতে যে কোনও ডিলার এবং মেকানিকের থেকে সস্তার CNG কিট লাগিয়ে নেন। কিন্তু সবসময় মনে রাখা প্রয়োজন যে খারাপ CNG কিট এবং সেটি ঠিক মতো ফিটিং না করতে পারলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিরাট বিপদ। এর ফলে সবসময় অথোরাইজ ডিলারের থেকে লাগানো প্রয়োজন CNG কিট। সস্তার চক্করে নিজেদের এবং অন্যের জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়।
advertisement
advertisement
গাড়ি অনুযায়ী লাগাতে হবে CNG কিট -
নিজেদের গাড়িতে যে কোনও ধরনের CNG কিট লাগানোর আগেই দেখে নিতে হবে যে, সেই গাড়িতে CNG কিট সাপোর্ট করে কি না। অনেক সময়ই দেখা যায় যে অনেকে নিজেদের পুরনো গাড়িতে CNG কিট লাগিয়ে নেন। কিন্তু এর ফলে সেই গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এর ফলে সবার প্রথমেই জানা প্রয়োজন যে নিজেদের গাড়িতে CNG কিট সাপোর্ট করে কি না।
advertisement
সবসময় আসল CNG কিট লাগানো প্রয়োজন -
বাজারে বিভিন্ন ধরনের CNG কিট রয়েছে। কিন্তু কম দামের চক্করে পড়ে যে কোনও ধরনের CNG কিট লাগিয়ে নেওয়া উচিত হবে না। নিজেদের গাড়িতে CNG কিট লাগানোর আগে তা ভাল করে যাচাই করে নেওয়া প্রয়োজন। সেই CNG কিটের মান কেমন সেই সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। নিজেদের গাড়ির অবস্থা ভাল রাখার জন্য সবসময় আসল CNG কিট লাগানোর প্রয়োজন।
advertisement
ইঞ্জিনের ওয়ারেন্টি -
নিজেদের গাড়িতে CNG কিট লাগানোর আগে একটি বিষয় মনে রাখা দরকার যে, শোরুমের বাইরে থেকে CNG কিট লাগালে গাড়ির ইঞ্জিনের উপরে পাওয়া ওয়ারেন্টি শেষ হয়ে যায়। এর ফলে গাড়ির ক্রেতাদেরই লোকসান হয়। এর ফলে নিজেদের গাড়িতে CNG কিট লাগানোর আগে এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2022 7:53 AM IST