হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
দীপাবলির শুভ দিনে জ্যাকপট জেতার সুযোগ ! জেনে নিন লটারির রেজাল্ট

West Bengal Lottery Result 2021: দীপাবলির শুভ দিনে জ্যাকপট জেতার সুযোগ ! জেনে নিন লটারির রেজাল্ট

Dear Bangabhumi Bhagirathi Results for November 4 at 4 PM

Dear Bangabhumi Bhagirathi Results for November 4 at 4 PM

এদিন বিকেল ৪টে-তে খেলা ছিল পশ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গভূমি ভাগিরথী (Dear Bangabhumi Bhagirathi) লটারির ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা: করোনাকালে আর্থিক সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷ কারোর চাকরি নেই ৷ তো কারোর ব্যবসায় মন্দা চলছে বহু দিন ধরেই ৷ এই অবস্থায় আর্থিক অবস্থা স্থিতিশীল করতে অনেকের কাছেই ভরসা লটারির খেলা ৷ প্রতিদিনই বহু মানুষ লটারির টিকিট কিনছেন ৷ কেউ জিতছেন, তো কেউ আবার হারছেন ৷ ভাগ্যের খেলায় কেউ হন লাখপতি, তো কেউ অনেক টাকা লোকসানও করেন ৷ তবে ভাগ্য হঠাৎ সহায় হয় কী না, তা দেখতে একবার চান্স নিতে ক্ষতি কোথায় ৷ যাঁরা লটারির টিকিট কেনেন, তাঁরা অনলাইনে ফলাফল দেখতে পারেন। আজ, বৃহস্পতিবার ৪ নভেম্বর (4 November Lottery) লটারির ফলাফল জানা যাবে lotterysambadresult.in ওয়েবসাইটে।

আরও পড়ুন- অনলাইনে পাসপোর্টের কভার অর্ডার করে পেলেন আসল একটি পাসপোর্ট ! চক্ষু চড়কগাছ যুবকের

এদিন বিকেল ৪টে-তে খেলা ছিল পশ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গভূমি ভাগিরথী (Dear Bangabhumi Bhagirathi) লটারির ৷ একটি টিকিটের দাম মাত্র ৬ টাকা ৷ ভাগ্যবান প্রথম পুরস্কার বিজেতা পাবেন ৫০ লক্ষ টাকা ৷ দ্বিতীয় পুরস্কার ৯০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫০০ টাকা ৷ আছে ২৫০ টাকার চতুর্থ এবং ১২০ টাকার পঞ্চম পুরস্কারও ৷ বিশেষ পুরস্কার হিসেবে একজন পাবেন ১০০০ টাকা ৷

কীভাবে দেখবেন ডিয়ার বঙ্গভূমি ভাগিরথী লটারির ফলাফল:

১. গুগলের সার্চবক্সে গিয়ে lotterysambadresult.in এন্টার করুন ।

২. ওয়েস্ট বেঙ্গল লটারি ওয়েবসাইটে খুলুন। “Dear Bangabhumi Bhagirathi 4 PM’-এ ক্লিক করুন ৷

৩. দেখুন আপনার টিকিট নম্বরে পুরস্কার পেলেন কি না। দেওয়া থাকবে লাকি বিজেতাদের নম্বরের তালিকা ৷

আরও পড়ুন- আজ এক ঘণ্টার জন্য খুলবে স্টক মার্কেট, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে এই শেয়ারগুলি

সপ্তাহে কবে কোন লটারি খেলা হয় দেখে নিন:

1. রবিবার: Dear Bangasree Ichamati

2. সোমবার: Dear Bangalakshmi Teesta

3. মঙ্গলবার: Dear Bangalakshmi Torsha

4. বুধবার: Dear Bangabhumi Raidak

5. বৃহস্পতিবার: Dear Bangabhumi Bhagirathi

6. শুক্রবার: Dear Bangabhumi Ajay

7. শনিবার: Dear Bangasree Damodar

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Lottery, Lottery Sambad