Muharat Trading 2021: আজ এক ঘণ্টার জন্য খুলবে স্টক মার্কেট, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে এই শেয়ারগুলি

Last Updated:

Muharat Trading 2021: আজ মাত্র এক ঘণ্টার মুহরত ট্রেডিং। কোন শেয়ার কিনবেন! জেনে নিন বিশেষজ্ঞদের অনুমান-

আজ স্টক  কেনা বেচার শুভ মুহরত।
আজ স্টক কেনা বেচার শুভ মুহরত।
#মুম্বই: ভারতের স্টক মার্কেট আজ খুলবে মাত্র এক ঘণ্টার জন্য। এই ঘন্টা ধরে চলবে মুহরত ট্রেডিং। এই এক ঘণ্টায় অনেকেই স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করেন। অনেকটা পয়লা বৈশাখের মতো, এই দিনটিতে খাতা খোলেন ইনভেস্টার বা ট্রেডাররা। এই স্পেশাল ট্রেডিংটি হয় বিশেষ হিন্দু ক্যালেন্ডার মেনে। সেই ১৯৫৭ থেকে এই স্টক কেনার রীতি চলে আসছে।
কিন্তু আজ কোন স্টক কিনবেন! অনেকেই বিখ্যাত অ্যানালিস্ট শমীত বাগাডিয়া মনে করছেন আজ কেনা যেতে পারে রেমন্ডের শেয়ার। শেয়ারটি কিনতে হবে ৪৮০ তে। টার্গেট প্রাইস অর্থাৎ বিক্রি করার মূল্য হতে পারে ৫২০-৫৩০ টাকা।
অনেকেই ঝুঁকছে ইন্ডিয়া সিমেন্টের দিকে। এই শেয়ারের ক্রয়ের মূল্য বেঁধে দেওয়া হচ্ছে ২১০ তে। এটি ছেড়ে দেওয়া উচিত ২১৮-এ।
advertisement
advertisement
১৭৮০ তে কিনে ছাড়তে হবে ১৮২৪-তে। এই লক্ষ্যমাত্রাই বেঁধে দিচ্ছেন ট্রেডাররা কোটাক মহিন্দার ক্ষেত্রে।
আইসিআইসিআই ডিরেক্ট রিসার্চ বলছে আজ ম্যাজিক দেখাতে পারে ব্যাঙ্ক অব বরোদা। এই মুহূর্তে ব্যাঙ্ক অব বরোদার শেয়ার দাঁড়িয়ে রয়েছে ১০১ টাকা ৪০ পয়সায়। এর টার্গেট প্রাইস অদূর ভবিষ্যতে হতে চলেছে ১২০ টাকা।।
advertisement
এই মুহূর্তে মহিন্দ্রা লাইফস্পেস ডেভলপার্সের স্টকের মূল্য ২৮৪ টাকা ৩৫ পয়সা। এর টার্গেট ৩২৫ টাকা। অর্থাৎ শেয়ার উঠতে পারে ১৫ শতাংশ।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Muharat Trading 2021: আজ এক ঘণ্টার জন্য খুলবে স্টক মার্কেট, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে এই শেয়ারগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement