Passport Cover Online Order: অনলাইনে পাসপোর্টের কভার অর্ডার করে পেলেন আসল একটি পাসপোর্ট ! চক্ষু চড়কগাছ যুবকের

Last Updated:

Mathrubhumi-এর খবর অনুযায়ী ওই পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে ই-কমার্স সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি বলে জানিয়েছেন মিধুন বাবু ৷ শুধু এই ঘটনার জন্য তাঁর কাছে সংস্থার তরফে দুঃখপ্রকাশ করা হয় ৷

Photo Courtesy: Mathrubhumi
Photo Courtesy: Mathrubhumi
তিরুঅনন্তপুরম: অনলাইনে (Online Shopping) কিছু জিনিস অর্ডার করে, তার বদলে অন্য কিছু পাওয়ার ঘটনা এর আগে বহুবার ঘটেছে ৷ কেউ কেউ টিভি বা অন্যান্য কোনও ইলেকট্রনিক্স জিনিস অর্ডার করে পাথর, ইট বা সাবানের বারও পেয়েছেন ৷ এমন ঘটনা প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটতেই থাকে ৷ তবে এবার এক ক্রেতার সঙ্গে যা ঘটল, তাতে চক্ষু চড়কগাছ প্রত্যেকেরই (Man Orders Passport Cover Online Gets An Original Passport Delivered) ৷
কেরলের এক ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার ৷ বদলে যা এল বাড়িতে, তা দেখে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি ৷ প্যাকেজের মধ্যে পেলেন একটি আসল পাসপোর্ট ৷
advertisement
ক্রেতার নাম মিধুন বাবু (Midhun Babu) ৷ তিনি কেরলের ওয়ানাড়ের বাসিন্দা ৷ একটি ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে গত ৩০ অক্টোবর অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার ৷ কিন্তু পরের দিন, অর্থাৎ ১ নভেম্বর তাঁর বাড়িতে ডেলিভারি এল একটি আসল পাসপোর্টের ৷
advertisement
ওই পাসপোর্টটি মহম্মদ সালেহ (Muhammad Salih) নামের কোনও ব্যক্তির ৷ তিনি ত্রিশূরের কুন্নামকুলামের বাসিন্দা ৷ Mathrubhumi-এর খবর অনুযায়ী ওই পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে ই-কমার্স সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি বলে জানিয়েছেন মিধুন বাবু ৷ শুধু এই ঘটনার জন্য তাঁর কাছে সংস্থার তরফে দুঃখপ্রকাশ করা হয় ৷
advertisement
এরপর তিনি আর দেরি না করে পাসপোর্টে লেখা ঠিকানাতেই সেটি ক্যুরিয়ার করে দেন ৷ কারণ পাসপোর্টে কোনও ফোন নম্বর লেখা থাকে না ৷ তাই তাঁর পক্ষে ফোন করা সম্ভব হয়নি ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Passport Cover Online Order: অনলাইনে পাসপোর্টের কভার অর্ডার করে পেলেন আসল একটি পাসপোর্ট ! চক্ষু চড়কগাছ যুবকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement