Viral Video: বিয়ের দিন স্টেজে তুমুল নাচ ! অনুষ্ঠান জমিয়ে দিলেন বর-বউ, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of Bride and Groom dancing: সম্প্রতি একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে পাত্র এবং পাত্রীরই দারুণ ডান্স পারফরম্যান্স দেখতে পাওয়া গিয়েছে ৷

Photo: Instagram
Photo: Instagram
কলকাতা: বিয়েতে কত কাণ্ডই না ঘটে ! আর এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কোনও কিছু ঘটলে তার ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ কারণ মোবাইল হাতে ভিডিও বানানোর জন্য প্রত্যেকেই রেডি (Viral video of Bride & Groom Make a Grand Entry on Dance Stage) ৷
সম্প্রতি একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে স্বয়ং পাত্র এবং পাত্রীরই দারুণ ডান্স পারফরম্যান্স দেখতে পাওয়া গিয়েছে ৷ আর সে নাচ দেখে সবাই মুগ্ধ ৷ এক একেকটা স্টেপস দেখলেই বোঝা যায়, আগের থেকে প্রস্তুতি নিয়েই তাঁরা এসেছিলেন ৷ অর্থাৎ এই অনুষ্ঠানের রিহার্সাল অনেক আগের থেকেই হয়েছিল ৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by WedAbout.com (@wedabout)

advertisement
স্টেজে বর-বউয়ের এন্ট্রির অপেক্ষায় সকলেই ছিলেন ৷ হঠাৎ করেই আগমন ঘটে তাদের ৷ আর তাও একেবারে সিনেমার কায়দায় ৷ শুরুর থেকেই অনুষ্ঠান জমিয়ে দেন তাঁরা ৷ বাকিরাও তখন তাদের সঙ্গে মেতে ওঠেন ৷ বিশেষ করে পাত্রের পাত্রীকে ‘লিফট’ করে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে ফেলার দৃশ্যতে সকলেই মুগ্ধ ৷
advertisement
বেশ কিছু সময় ধরে নাচ চলার পর অনুষ্ঠানে আগত বাকি অতিথিরাও অংশ নেন স্টেজে ৷ ‘In Da Ghetto’ গানটি এমনিতেই এখন দারুণ জনপ্রিয় ৷ তার সঙ্গে এই নাচের স্টেপস আলাদাই মাত্রা যোগ করেছিল ৷ অতিথিরা প্রত্যেকে ভালমতোই এনজয় করেছেন এই বিয়ে বাড়ি ৷ ইনস্টাগ্রাম পেজ WedAbout-এ এই ভিডিওটি আপলোড করা হয়েছে ৷ যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ প্রত্যেকেই মুগ্ধ পাত্র-পাত্রীর ডান্স পারফরম্যান্সে ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের দিন স্টেজে তুমুল নাচ ! অনুষ্ঠান জমিয়ে দিলেন বর-বউ, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement