Viral Video: বিয়ের দিন স্টেজে তুমুল নাচ ! অনুষ্ঠান জমিয়ে দিলেন বর-বউ, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of Bride and Groom dancing: সম্প্রতি একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে পাত্র এবং পাত্রীরই দারুণ ডান্স পারফরম্যান্স দেখতে পাওয়া গিয়েছে ৷

Photo: Instagram
Photo: Instagram
কলকাতা: বিয়েতে কত কাণ্ডই না ঘটে ! আর এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কোনও কিছু ঘটলে তার ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ কারণ মোবাইল হাতে ভিডিও বানানোর জন্য প্রত্যেকেই রেডি (Viral video of Bride & Groom Make a Grand Entry on Dance Stage) ৷
সম্প্রতি একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে স্বয়ং পাত্র এবং পাত্রীরই দারুণ ডান্স পারফরম্যান্স দেখতে পাওয়া গিয়েছে ৷ আর সে নাচ দেখে সবাই মুগ্ধ ৷ এক একেকটা স্টেপস দেখলেই বোঝা যায়, আগের থেকে প্রস্তুতি নিয়েই তাঁরা এসেছিলেন ৷ অর্থাৎ এই অনুষ্ঠানের রিহার্সাল অনেক আগের থেকেই হয়েছিল ৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by WedAbout.com (@wedabout)

advertisement
স্টেজে বর-বউয়ের এন্ট্রির অপেক্ষায় সকলেই ছিলেন ৷ হঠাৎ করেই আগমন ঘটে তাদের ৷ আর তাও একেবারে সিনেমার কায়দায় ৷ শুরুর থেকেই অনুষ্ঠান জমিয়ে দেন তাঁরা ৷ বাকিরাও তখন তাদের সঙ্গে মেতে ওঠেন ৷ বিশেষ করে পাত্রের পাত্রীকে ‘লিফট’ করে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে ফেলার দৃশ্যতে সকলেই মুগ্ধ ৷
advertisement
বেশ কিছু সময় ধরে নাচ চলার পর অনুষ্ঠানে আগত বাকি অতিথিরাও অংশ নেন স্টেজে ৷ ‘In Da Ghetto’ গানটি এমনিতেই এখন দারুণ জনপ্রিয় ৷ তার সঙ্গে এই নাচের স্টেপস আলাদাই মাত্রা যোগ করেছিল ৷ অতিথিরা প্রত্যেকে ভালমতোই এনজয় করেছেন এই বিয়ে বাড়ি ৷ ইনস্টাগ্রাম পেজ WedAbout-এ এই ভিডিওটি আপলোড করা হয়েছে ৷ যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ প্রত্যেকেই মুগ্ধ পাত্র-পাত্রীর ডান্স পারফরম্যান্সে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের দিন স্টেজে তুমুল নাচ ! অনুষ্ঠান জমিয়ে দিলেন বর-বউ, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement