West Bardhaman News: সমবায় ব্যবহারে সচেতন ও সঠিক ব্যবহারে চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি, মিলবে একাধিক সুবিধা
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Nayan Ghosh
Last Updated:
বর্তমানে মাল্টি ফাংশন সমবায় সমিতি গড়ে তোলার দিকে মণযোগ বাড়ছে।
কাঁকসা, পশ্চিম বর্ধমান: গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে গুরুত্ব বাড়ছে সমবায় সমিতিগুলির। কারণএই সমবায় সমিতির সঠিক এবং সচেতন ব্যবহারে বহু মানুষ উপকৃত হচ্ছেন। সমবায় সমিতির মাধ্যমে যেমন স্বল্প সুদে অভাবের সময় ঋণ পাচ্ছেন অনেকে ও, তেমনভাবেই আবার এই সমবায় সমিতির মাধ্যমে নতুন উপার্জনের পথ সহজে খুঁজে পাওয়া যাচ্ছে। স্বনির্ভর হচ্ছেন অনেকে।
সমবায় সমিতিগুলি পুনর্জীবিত করতে বিগত কয়েক বছরে প্রশাসনের তরফ থেকে নানা রকম পদক্ষেপ করা হয়েছে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলি এই ধরনের সমবায় সমিতি গড়ে তুলছেন। সেখানে সদস্য সংখ্যা বাড়ছে। সমবায় সমিতির সদস্য হওয়ার বহু উপকার পাচ্ছেন গ্রামীন এলাকার মানুষজন। সেখানে মানুষ যেমন নিজেদের সম্পদ গচ্ছিত রাখতে পারছেন, আবার সেই সম্পদ কেউ প্রয়োজনের সময় ঋণ হিসেবে নিতে পারছেন।
advertisement
এছাড়াও স্বনির্ভরতার ক্ষেত্রে দিশা দেখাচ্ছে সমবায় সমিতিগুলি। কারণ এই সমবায় সমিতি থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অনেকের ঋণ নিয়ে নতুন ব্যবসা শুরু করছেন। সেই ব্যবসা শুরুর ফলে অনেকে স্বনির্ভর হচ্ছেন। আবার সেখান থেকে কর্মসংস্থান তৈরি হচ্ছে। বর্তমানে মাল্টি ফাংশন সমবায় সমিতি গড়ে তোলার দিকে মনোযোগ বাড়ছে। সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেগুলি।
advertisement
advertisement
আরও পড়ুন: Shani Planet Transit 2025: নতুন বছরে বাম্পার লাভ! সোনার পায়ে শনি, ৩ রাশির জন্য লাগামছাড়া টাকা, শুয়ে থাকা ভাগ্য জেগে উঠবে
এই সমবায় সমিতির একাধিক সুবিধা রয়েছে। এখান থেকে খুব অল্প সুদে যেমন ঋণ পাওয়া যায়। মাল্টি ফাংশন সমবায় সমিতি থেকে ঋণ পাওয়া যায় বিভিন্ন কারণে। ঋণ পাওয়া যায় সহজে। ফলে গুরুত্বপূর্ণ সময়ে অর্থনৈতিক অবস্থান সচল রাখতে এগুলি সাহায্য করে। সমবায় সমিতির ব্যবহারে গ্রামীণ অর্থনীতি আগের তুলনায় আরও বেশি সচল হয়েছে। তবে এই ধারা অব্যাহত রাখতে রাজ্য পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের আবেদন, এক্ষেত্রে গ্রাহকদের আরও সচেতন হতে হবে। তাদের দায়িত্বশীল হতে হবে। তারা যেমন সহজে ঋণ পাবেন, সেই ঋণ ফিরিয়ে দিতে হবে সময়। তবেই এর কার্যকারিতা বাড়বে।
advertisement
নয়ন ঘোষ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2024 2:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Bardhaman News: সমবায় ব্যবহারে সচেতন ও সঠিক ব্যবহারে চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি, মিলবে একাধিক সুবিধা