ভিন রাজ্যে কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন স্বামী! নতুন কাজে সঙ্গ দেন স্ত্রী, তাতেই ভাগ্য ঘুরে গেল দম্পতির

Last Updated:

করোনাকালের সময় কয়েক বছরের সেই ভয়াবহ পরিস্থিতিতেও তিনি কখনই ভেঙে পড়েননি। ওই সময় বাজারে প্রতিমার চাহিদা অনেকটাই কমে গিয়েছিল।

+
সবিতা

সবিতা গোস্বামী 

দুর্গাপুর, দীপিকা সরকার: না! তিনি বংশগতভাবে কোনও মৃৎশিল্পী নন। কেবল ইচ্ছা শক্তির জোরেই ঠাকুর গড়ার কাজ শিখেছিলেন রোজগারের আশায়। প্রায় ৪০ বছর ধরে ঠাকুর গড়েই সংসারের দায়িত্ব অনেকটাই কাঁধে তুলে নিয়েছেন তিনি। এই লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভের আশায় নিজেই লক্ষ্মী প্রতিমা গড়ে বিক্রি করে আসছেন দুর্গাপুরের বাসিন্দা সবিতা গোস্বামী। বছর ৬০ এর সবিতা দেবীর হাতের তৈরি বাঁশের কাঠামোর ওপর গড়ে তোলা লক্ষ্মী প্রতিমা সহ ছাঁচের তৈরি প্রতিমা এতটাই নিখুঁত যে প্রতিবছর চাহিদা থাকে তুঙ্গে। যদিও তাঁর দাবি, প্রতিমা তৈরির কাঁচামাল ও উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় কয়েক বছর ধরে তেমন মুনাফা হচ্ছে না। কিন্তু সংসার চালাতে তিনি নিজের কাজে অটুট।
করোনাকালের সময় কয়েক বছরের সেই ভয়াবহ পরিস্থিতিতেও তিনি কখনই ভেঙে পড়েননি। ওই সময় বাজারে প্রতিমার চাহিদা অনেকটাই কমে গিয়েছিল। ক্রেতারা পারিশ্রমিকের দামটাও দিতে চাইনি। কিন্তু কোনও প্রতিকূল পরিস্থিতি সবিতাদেবীকে হার মানাতে পারেনি। তাঁর মনোবল ও ইচ্ছেশক্তি যেমন তাঁকে মৃৎশিল্পী করে তুলেছে তেমনি আজও তিনি এই ব্যবসা জোরকদম করে চলেছেন। সবিতা দেবীর কথায়, তাঁর বয়স যখন ১৬ বছর তখন তাঁর বিবাহ হয় দুর্গাপুরের রঘুনাথপুরের বাসিন্দা শীতল গোস্বামীর সঙ্গে। সেই সময় শীতলবাবু ভিন রাজ্যে কাজ করে সংসার চালাতেন।
advertisement
advertisement
আর্থিক অনটনের সংসার টানতে হিমসিম খেতে হত তাঁকে। তাই বিয়ের কয়েক বছর পরেই বাড়িতে প্রতিমা গড়ে অর্থ উপার্জনের পথ বেছে নেন শীতলবাবু। সবিতা দেবী প্রতিমা গড়ার কোনও কিছুই জানতেন না। তিনিও তাঁর ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে স্বামীর সঙ্গে মূর্তি ও প্রতিমা গড়ার কাজে করতে শুরু করেন। দু’জনে মিলে একসময় অল্প কিছু প্রতিমা গড়তেন। পরবর্তীকালে ধীরে ধীরে প্রতিমা তৈরীর সংখ্যা বাড়াতে থাকেন সবিতাদেবী। অনেক অনেক সরস্বতী, কালী, বিশ্বকর্মা ও লক্ষ্মী প্রতিমা তৈরি করতে থাকেন। ওই সমস্ত প্রতিমা পুজোর আগে নিজেই বেনাচিতি বাজারে নিয়ে এসে রাস্তার পাশে বিক্রি করেন সবিতাদেবী। লক্ষ্মী লাভের আশায় এবার লক্ষ্মী পূজোয় তিনি ছোটো বড় প্রায় ৪০০টি লক্ষ্মী প্রতিমা গড়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই প্রতিমা নিয়ে এসে গত দু’দিন ধরে বেনাচিতি বাজারের ট্রাঙ্ক রোড় যাওয়ার রাস্তার পাশে পশরা সাজিয়ে বিক্রি করছেন। তিনি জানান, এই বছর ৫০ টাকা থেকে ৬০০ টাকার প্রতিমা তিনি বিক্রি করছেন। তবে কতটা মুনাফা লাভ হবে সেই নিয়েও তিনি দুঃশ্চিন্তায় রয়েছেন। তাঁর দাবি, ভিন জেলা থেকে বহু মৃৎশিল্পী ও ব্যবসায়ী লক্ষ্মী প্রতিমা নিয়ে দুর্গাপুরের বাজারে হাজির হয়েছেন। বাজার কতটা ভাল হবে সেই নিয়েও রয়েছে সংশয়। তবে অনেক বেশি সংখ্যায় ঠাকুর তৈরি করায় লক্ষ্মী পুজোয় ভালই আয় করেন সবিতাদেবী।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভিন রাজ্যে কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন স্বামী! নতুন কাজে সঙ্গ দেন স্ত্রী, তাতেই ভাগ্য ঘুরে গেল দম্পতির
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement