Career Options: কেরিয়ার বদলাতে চান? তাহলে চলতি বছরেই সূচনা হোক নতুন কেরিয়ারের! রইল কিছু জরুরি টিপস!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
দেখে নেওয়া যাক, চলতি বছর কেরিয়ার বদলের ক্ষেত্রে বিশেষ কিছু টিপস।
কলকাতা: মন্দার জেরে বড় বড় সংস্থাগুলি কর্মী ছাঁটাই করছে। ফলে অনেকেই নিজেদের কেরিয়ার বদল করতে চাইছেন। আবার অনেকেই এমন আছেন, যাঁরা নিজের কেরিয়ার নিয়ে তেমন খুশি নন। তাঁদের হয়তো মনে হয়, অন্য কিছুতে কেরিয়ার গড়লেই ভাল হত। যদি মনে এমন ভাবনা থাকে, তাহলে দেরি কীসের। নতুন কিছু করার ক্ষেত্রে সব সময়ই নিজেকে এগিয়ে রাখতে হবে। তার জন্য সাহস, জ্ঞান এবং বুদ্ধি সঞ্চয় করে শুধু প্রথম পদক্ষেপটা করতে হবে। দেখে নেওয়া যাক, চলতি বছর কেরিয়ার বদলের ক্ষেত্রে বিশেষ কিছু টিপস।
গবেষণা:
যে ফিল্ডে কেরিয়ার গড়তে চাইছেন কেউ, তার সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করতে হবে। সেই ইন্ডাস্ট্রি, কাজের প্রয়োজনীয়তা, প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল থাকা বাঞ্ছনীয়।
advertisement
নেটওয়ার্ক:
জ্ঞান আহরণের জন্য নেটওয়ার্কিং জরুরি। কারণ এতে অনেক অভিজ্ঞ মানুষের সঙ্গে আলাপচারিতা গড়ে ওঠে। যাঁরা নতুন কেরিয়ার গড়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারবেন। নিজের পছন্দের ক্ষেত্রের কর্মরত মানুষদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এমনকী এই সংক্রান্ত ইভেন্ট এবং ওয়ার্কশপেও যোগ দিতে হবে।
advertisement
রেজিউমে আপডেট:
আগে থেকে বানানো রেজিউমে যদি সব জায়গায় জমা দেন কেউ, তাহলে সেটা খুব একটা কার্যকর হবে না। বরং নতুন একটা আপডেটেড রেজিউমে বানাতে হবে। সেই সঙ্গে লিঙ্কডইন প্রোফাইলও আপডেট করতে হবে। এতে প্রফেশনাল প্রোফাইল পর্যালোচনা করতে সুবিধা হবে নিয়োগকারীদের। রেজিউমে-তে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপরেও জোর দিতে হবে।
advertisement
প্রাসঙ্গিক অভিজ্ঞতা:
নতুন ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কোর্স করতে হবে। তার সার্টিফিকেটও রাখতে হবে নিজের কাছে। এতে দক্ষতা বাড়বে এবং জ্ঞানের প্রসার ঘটবে। এছাড়া এই সব কোর্স নতুন ক্ষেত্রে জরুরি ও প্রাথমিক জ্ঞান আহরণে সাহায্য করবে।
নমনীয় হতে হবে:
নতুন ক্ষেত্রে প্রবেশের জন্য নিজের মনকে নমনীয় রাখতে হবে। নতুন ক্ষেত্রে প্রবেশের জন্য কম বেতন হলেও চলবে, এমন মনোভাব রাখা বাঞ্ছনীয়। এতে অভিজ্ঞতাও বাড়বে আর সময়ের সঙ্গে সঙ্গে বেতনক্রমও বৃদ্ধি পাবে।
advertisement
আত্মবিশ্বাসী থাকতে হবে:
নিজের দক্ষতা ও যোগ্যতার উপর আত্মবিশ্বাস রাখতে হবে। কেরিয়ার বদলানোর ক্ষেত্রে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর সব থেকে বড় কথা হল, ব্যর্থতায় আসতে পারে। তবে তাতে থেমে গেলে চলবে না। কারণ ব্যর্থতার পাঠই এক সময় সাফল্য এনে দেবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 3:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Career Options: কেরিয়ার বদলাতে চান? তাহলে চলতি বছরেই সূচনা হোক নতুন কেরিয়ারের! রইল কিছু জরুরি টিপস!