Vistara Festive Sale: ভাড়া শুরু মাত্র ১৪৯৯ টাকা থেকে! ভিস্তারার ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলছে ফেস্টিভ সিজন সেল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ভিস্তারার ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস ক্লাস- তিনটি কেবিন ক্লাসের জন্যই মোট ভাড়ার উপর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
কলকাতা: টাটা মালিকানাধীন ভিস্তারা এয়ারলাইন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের বিভিন্ন ফ্লাইট টিকিটে আকর্ষণীয় সেল অফার করছে। ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস ক্লাস- তিনটি কেবিন ক্লাসের জন্যই মোট ভাড়ার উপর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
এই অফার শুরু হয়েছে আজ অর্থাৎ ১৭ অক্টোবর থেকে এবং আগামী দু’দিন ১৯ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত যাত্রীরা ডোমেস্টিক ফ্লাইটে ডিসকাউন্টে টিকিট বুক করতে পারবেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল, যাত্রীরা মোট ৭২ ঘণ্টার জন্য এই অফার পাবেন। অফারের আওতায় থাকা যাত্রার সময়সীমা ২৩ অক্টোবর ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত প্রযোজ্য হবে।
advertisement
এবারে জানা যাক কোন ক্লাসের জন্য কত অফার মিলছে। সমস্ত ডোমেস্টিক ফেয়ারে ওয়ান-ওয়ে ফ্লাইটে ইকোনমিক ক্লাসের ভাড়া শুরু হচ্ছে ১,৪৯৯ টাকা থেকে, প্রিমিয়াম ইকোনমিক ক্লাসের জন্য ১,৯৯৯ টাকা, এবং বিজনেস ক্লাসের জন্য ৮,৯৯৯ টাকা থেকে শুরু হবে।
advertisement
advertisement
It is time to spread the joy of celebrations with our Festive Sale! Enjoy discounted fares across our domestic and international network. Book until 19-Oct-22 for domestic travel and until 20-Oct-22 for international travel. Hurry, book now: https://t.co/3IJzCK6Mwm pic.twitter.com/CSdRhpL9KU
— Vistara (@airvistara) October 16, 2022
advertisement
অন্য দিকে, আন্তর্জাতিক রুটে সমস্ত ট্যাক্স ও অন্যান্য পরিবহন খরচ মিলিয়ে ইকোনমি ক্লাসের জন্য ১৪,১৪৯ টাকা থেকে ভাড়া শুরু হচ্ছে, প্রিমিয়াম ইকোনমির জন্য ১৮,৪৯৯ টাকা এবং বিজনেস ক্লাসের জন্য ৪২,৪৯৯ টাকা থেকে চার্জ শুরু। যাত্রীরা আগামী ৪ দিনের জন্য বুকিংয়ের সুবিধা পাবেন, আগামী ১৭ অক্টোবর, ২০২২ তারিখ থেকে ২০, অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।
advertisement
ভিস্তারার চিফ কমার্সিয়াল অফিসার দীপক রাজাওয়াত জানিয়েছেন যে, ‘আগামী উৎসবের মরশুমকে আরও আনন্দদায়ক, আরও রঙিন ও স্মৃতিমধুর করে তুলতে ভ্রমণের বিকল্প নেই। পরিবারের কাছাকাছি আসা, পরিবারের সঙ্গে সময় কাটানোর এই আনন্দঘন মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে আমরা আমাদের গ্রাহকদের আকর্ষণীয় ছাড়ে ভারতের সেরা এয়ারলাইন ফ্লাইটে ভ্রমণ করার সুযোগ দিতে চেয়েছি। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের গ্রাহকরা তাঁদের পছন্দের এয়ারলাইন হিসেবে ভিস্তারাকে তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের জন্য অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেবেন।”
advertisement
যাত্রীরা ভিস্তারার ওয়েবসাইট, আইওএস, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ, ভিস্তারার এয়ারপোর্ট টিকিট অফিস, এয়ারলাইনের কল সেন্টার, অনলাইন ট্রাভেল এজেন্সি এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। এই সীমিত অফারে টিকিটের ওপর সরাসরি চ্যানেল ডিসকাউন্ট, কর্পোরেট ডিসকাউন্ট/সফট বেনিফিট প্রযোজ্য হবে না। যাত্রীরা এই বুকিংয়ের জন্য কোনও রকমের ভাউচার ব্যবহার করতে পারবেন না।
advertisement
সম্প্রতি ভিস্তারা 'সেরা এয়ারলাইন' পুরস্কারের বিজয়ী হয়েছে। অন্য দিকে, এয়ারলাইনটি সম্প্রতি দ্বিতীয়বারের মতো 'ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন' হিসেবেও স্বীকৃতি লাভ করেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 1:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vistara Festive Sale: ভাড়া শুরু মাত্র ১৪৯৯ টাকা থেকে! ভিস্তারার ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলছে ফেস্টিভ সিজন সেল

