ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছে! দাবি কোমা থেকে ফেরা নার্সের; সম্পর্কও এখন আগের চেয়ে মজবুত

Last Updated:

এবার যেমন দাবি উঠেছে আমেরিকার। সেখানকার এক মহিলা দাবি করেছেন, কোমায় যাওয়ার পর তিনি ঈশ্বরের সঙ্গে দেখা করেছেন। গীতার কথা যেন আরও একবার সোচ্চারে বললেন সদ্য কোমা থেকে ফেরত আসা এই মহিলা।

ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছে! দাবি কোমা থেকে ফেরা নার্সের; সম্পর্কও এখন আগের চেয়ে মজবুত (facebook.com/penny.wittbrodt)
ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছে! দাবি কোমা থেকে ফেরা নার্সের; সম্পর্কও এখন আগের চেয়ে মজবুত (facebook.com/penny.wittbrodt)
নিউইয়র্ক: গীতায় বলা আছে, 'আত্মার জন্ম বা মৃত্যু নেই। আত্মা কখনই শেষ হয়ে যায় না। আত্মা অজাত, শাশ্বত, নিত্য বিদ্যমান, অবিনশ্বর। শরীরের মৃত্যু হলেও আত্মা অমর। তা হলে মৃত্যুর পর মানুষ কি ঈশ্বরের সঙ্গে দেখা করতে পারে? মানুষ কি মৃত্যুর পর অন্য জগতে চলে যায়? নিঃসন্দেহে প্রশ্নগুলো কঠিন আর উত্তর অজানা। তবে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সময়ে সময়ে বিভিন্ন দাবি করা হয়েছে।
এবার যেমন দাবি উঠেছে আমেরিকার। সেখানকার এক মহিলা দাবি করেছেন, কোমায় যাওয়ার পর তিনি ঈশ্বরের সঙ্গে দেখা করেছেন। গীতার কথা যেন আরও একবার সোচ্চারে বললেন সদ্য কোমা থেকে ফেরত আসা এই মহিলা।
advertisement
advertisement
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি স্টারের মতে, আমেরিকার একজন নার্স দাবি করেছেন যে আত্মা তার শরীর ছেড়ে চলে গিয়েছিল। তার পরেই যখন তিনি কোমায় ছিলেন, তিনি ঈশ্বরকে সাক্ষাৎ দেখতে পান। প্রসঙ্গত উল্লেখ ৫২ বছর বয়সী পেনি উইটব্রোড গুরুতর অসুস্থ ছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁর খেতে ও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে তাঁকে কয়েকদিন অক্সিজেন সাপোর্টে রাখা হয়।
advertisement
আত্মা শরীর ছেড়ে চলে যায়
উইটব্রোড কোমায় চলে যান। তিনি দাবি করেন যে এই সময়ে তাঁর আত্মা তাঁর নশ্বর দেহ ছেড়ে চলে যাওয়ার আগে বলে, “পৃথিবীর মানুষ সময়ের মধ্যে আবদ্ধ। কিন্তু ঈশ্বরের সঙ্গে সময় পৃথিবীর সময়ের চেয়ে একেবারে আলাদা।” উইটব্রোড এও দাবি করেছেন যে তিনি প্রথমে আলোর একটা ঝলকানি দেখেছিলেন। তার পরে তাঁর ঠাকুরমার আত্মা উপস্থিত হয় এবং তাঁকে শান্ত থাকতে বলে।
advertisement
ঈশ্বর এসেছিলেন আমার সামনে
তিনি আরও বলেন, "ঈশ্বর আমার সামনে এসেছিলেন।’’ উইটব্রোডের মতে, ঈশ্বর বলেন যে, এই পৃথিবীতে প্রথম জন্মে দুঃখ কষ্ট থাকলে পরের জন্মে তারা পুরস্কৃত হয় এবং তারা শান্তি লাভ করে।
advertisement
কোমা থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে ওঠেন
উইটব্রোড দাবি করেছেন যে যখন তিনি কোমা থেকে জেগে উঠলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলেন। সচেতন হওয়ার পরে, উইটব্রোড বলেছেন তিনি শিখেছেন যে, সারাজীবন জুড়ে জাগতিক আরামের কোনও মূল্য নেই। সংগ্রাম এবং সংঘর্ষ করে যে জীবন অতিবাহিত করে, সে-ই প্রকৃত সুখ পায়। তিনি এখন এক আধ্যাত্মিক যাত্রা শুরু করেছেন এবং এই ঘটনার পরে ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হয়েছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছে! দাবি কোমা থেকে ফেরা নার্সের; সম্পর্কও এখন আগের চেয়ে মজবুত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement