Budget 2025: স্বাস্থ্য ও জীবন বিমার উপর কর ছাড় বাড়তে পারে, GST কমতে পারে
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Union Budget 2025: ট্যাক্স বিশেষজ্ঞদের মতে যদি ইনস্যুরেন্সের প্রিমিয়ামে জিএসটি বাদ দেওয়া হয়, তাহলে এটি আরও সস্তা হতে পারে।
কেন্দ্রীয় সরকার আসন্ন বাজেট ২০২৫-এ ইনস্যুরেন্স নিয়ে বড় ঘোষণা করতে পারে। ভারতের ইনস্যুরেন্স সেক্টর কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন মতামত জানিয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের সাধারণ মানুষের কাছে ইনস্যুরেন্স প্রোডাক্ট সস্তা করার মতো দাবি। ট্যাক্স বিশেষজ্ঞদের মতে যদি ইনস্যুরেন্সের প্রিমিয়ামে জিএসটি বাদ দেওয়া হয়, তাহলে এটি আরও সস্তা হতে পারে। বিশেষজ্ঞরা সরকারকে টার্ম লাইফ ইনস্যুরেন্স এবং এবং হেলথ পলিসিতে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন উপায় প্রয়োগ করার কথা জানিয়েছেন।
জিএসটি বাদ দিলে সস্তা হতে পারে পলিসি –
অ্যাক্সিস সিকিউরিটিজ এবং অ্যানালিসিসের মতে জিএসটি বাদ দিলে হেলথ পলিসি এবং টার্ম পলিসি সস্তা হতে পারে। যদি সরকার ট্যাক্স ছাড় বাড়ায় তাহলে সাধারণ মানুষের মনে ইনস্যুরেন্স ক্রয় করার আগ্রহ বাড়তে পারে। এখন ইনস্যুরেন্সের ক্ষেত্রে ১৮% জিএসটি ধার্য হয়। বিশেষজ্ঞদের মতে এর ফলে ইনস্যুরেন্সের প্রিমিয়াম অনেকটাই বেড়ে যায়। এর ফলে অনেকের কাছেই ইনস্যুরেন্স অনেক দামি হয়ে যায়। যা সাধারণ মানুষের ক্রয় করার আগ্রহকে অনেকটাই কমিয়ে দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: SIP-তে প্রতি মাসে ৭০০০ টাকা করে বিনিয়োগ করলে ২৫ বছর পরে কত টাকা পাওয়া যেতে পারে? হিসেব চমকে দেবে
হেলথ পলিসিতে ট্যাক্স ছাড় –
হেলথ পলিসিতে আয়কর আইনের সেকশন ৮০ডি অনুযায়ী ছাড় পাওয়া যায়। ৬০ বছরের কম বয়সী মানুষ হেলথ পলিসির প্রিমিয়ামে সর্বাধিক ২৫,০০০ টাকার ছাড়ের জন্য আবেদন করতে পারেন। ৬০ বছর বয়সী মানুষ হেলথ পলিসির প্রিমিয়ামে সর্বাধিক ৫০,০০০ টাকার ছাড়ের জন্য আবেদন করতে পারেন। ৬০ বছরের বেশি বয়সী মানুষ হেলথ পলিসির প্রিমিয়ামে সর্বাধিক ৭৫,০০০ টাকার ছাড়ের জন্য আবেদন করতে পারেন।
advertisement
লাইফ পলিসিতে ট্যাক্স ছাড় –
লাইফ ইনস্যুরেন্স পলিসিতে আয়কর আইনের সেকশন ৮০সি অনুযায়ী ছাড় পাওয়া যায়। এই সেকশনের মাধ্যমে এতে বিনিয়োগের প্রায় ১২ ধরনের অপশন পাওয়া যায়। সরকার এতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি করেছে। কারণ এখন আয়কর আইনের সেকশন ৮০সি অনুযায়ী লাইফ ইনস্যুরেন্স পলিসিতে বেশি অপশন পাওয়া যায় বলে ট্যাক্স ছাড়ের দাবি করা যায় না।
advertisement
কম্পোজিট লাইসেন্স সিস্টেম –
সরকার কম্পোজিট লাইসেন্স সিস্টেম শুরু করার সঙ্গে সঙ্গে ইনস্যুরেন্স ইন্ড্রাস্ট্রি প্রতক্ষ্য ভাবে বিদেশি বিনিয়েগের সীমা বাড়াতে পারে। এটা বাড়িয়ে প্রায় ১০০% করা যেতে পারে। এর ফলে বিদেশি কোম্পানিদের ভারতে অপারেশন শুরু করার জন্য ভারতীয় কোম্পানিদের সঙ্গে পার্টনারশিপ করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কম্পোজিট লাইসেন্স সিস্টেম শুরু হলে একটি ইনস্যুরেন্স কোম্পানিই লাইফ ইনস্যুরেন্স এবং জেনারেল ইনস্যুরেন্স প্রোডাক্ট অফার করতে পারবে।
advertisement
Get Latest News on কেন্দ্রীয় বাজেট ২০২৫
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 9:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2025: স্বাস্থ্য ও জীবন বিমার উপর কর ছাড় বাড়তে পারে, GST কমতে পারে