Union Budget 2023: 'ট্যুইস্ট আছে! আসলে কোনও কর ছাড় দেওয়া হয়নি,' কেন্দ্রকে তোপ চন্দ্রিমার
- Written by:ABIR GHOSHAL
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Union Budget 2023: কেন্দ্রকে নিশানা করে চন্দ্রিমা বলেন, এই করের ছাড়ে ফলে মানুষের লাভ নেই।
নয়া দিল্লি: বাজেট ঘিরে কেন্দ্রীয় সরকারকে একের পর এক নিশানা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রকে নিশানা করে চন্দ্রিমা বলেন, এই করের ছাড়ে ফলে মানুষের লাভ নেই।
চন্দ্রিমা বলেন, "কেন্দ্রের বাজেট দিকে তাকিয়ে ছিলাম। ভেবেছিলাম অনেক কিছু বলবেন। দরিদ্র মানুষের কথা ভেবে বাজেট হয়নি। ভোটমুখী রাজ্যের কথা ভেবে বাজেট হয়েছে। বিশেষ করে একটি রাজ্যের কথা তো উল্লেখ হয়েছে৷ অনেক ফাঁক ধরা পড়েছে।"
advertisement
রাজ্যের মন্ত্রী আরও বলেন, "আসলে কোনও ছাড় দেওয়া হয়নি। কর কাঠামোয় একটা ট্যুইস্ট আছে। নতুন কর কাঠামোর কথা বলা হয়েছে। একদিকে বলছে ছাড়। অন্যদিকে মুদ্রাস্ফীতি কমানোর কথা বলা নেই। এই করের ছাড়ে ফলে মানুষের লাভ নেই। হঠাৎ আলোর ঝলকানি। আসল ফল মানুষ পাবেন না।"
advertisement
কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, "আবাসে বরাদ্দ বাড়লেই তো হবে না। সেটাকে তো খরচে আনতে হবে। আমাদের রাজ্যই তো পায়নি। ১১ লাখ ৩৬ হাজারের জন্য বরাদ্দ অর্থ আসেনি। বরাদ্দ আর বাস্তবে টাকা দেওয়ার মধ্যে ফারাক আছে৷ বাংলার জন্য আর বিজেপির শাসিত রাজ্যের মধ্যে ওরা ফারাক করে।"
চন্দ্রিমা বলেন, "আদিবাসী ভোট লক্ষ্য। তাই এই সব ঘোষণা করছে। বছর পিছু ৫০০০ করে বরাদ্দ। আদিবাসী ভোটকে লক্ষ্য করেই এই সব করছে।
advertisement
পয়সা হাতে আসলে তো মানুষ খরচ করবে। সঞ্চয় করার মতো তো পয়সা নেই। মহিলাদের হাতে টাকা তো আগে দিতে হবে।"
advertisement
তিনি আরও বলেন, "সমাজকে আসলে বিভাজিত করতে চাইছে। এটা দৃষ্টিকটু একটা ব্যাপার। কৃষক বা শ্রমিক শ্রেণীর কথা ভেবে কিছু করা হয়নি। বরাদ্দ আর বাস্তবের মধ্যে ফারাক অনেক।"
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 01, 2023 3:43 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: 'ট্যুইস্ট আছে! আসলে কোনও কর ছাড় দেওয়া হয়নি,' কেন্দ্রকে তোপ চন্দ্রিমার










