হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ব্যবসায়ীরাও পাবেন পেনশন, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের

Union Budget 2019: ব্যবসায়ীরাও পাবেন পেনশন, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: প্রত্যাশা মতোই ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণা ৷ বাজেটে মোদি সরকারের উপহার, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্প ৷  অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা, এবার থেকে প্রধানমন্ত্রী কর্মযোগী মন ধন যোজনা অনুসারে পেনশন পাবেন দোকানদার ও রিটেল ব্যবসায়ীরা ৷ উপকৃত হবেন ৩ কোটি ব্যবসায়ী ৷

    তবে এই প্রকল্পের আওতায় পড়বেন সেইসব ব্যবসায়ীরা যাদের বার্ষিক লেনদেনের পরিমাণ ১.৫ কোটি ৷ এছাড়া জিএসটি রেজিস্টার্ড মাইক্রো, মিডিয়াম ও স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে লোন পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তনের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷ বলেন, এবার থেকে মাত্র ৫৯ মিনিটের মধ্যে ১ কোটি টাকা পর্যন্ত লোনের অনুমোদন মিলবে ৷ একই সঙ্গে লোনের সুদে ২ শতাংশ ছাড় পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ৷

    বিপুল জনমতের সমর্থনে ফের কেন্দ্রে মোদি সরকার ৷ ক্ষমতায় ফেরার পর দ্বিতীয় টার্মের প্রথম বাজেট ৷ নাম বদলাল কেন্দ্রীয় বাজেটের। নয়া নাম 'দেশ কা বহিখাতা'।  ৫৯ বছর পর ইতিহাসের মুখোমুখি সংসদ ৷ এত বছরের ব্যবধানে ইন্দিরা গান্ধির পর বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী ৷  অতীত বাজেট ব্রিফকেস ৷ ৭২ বছরের পুরনো প্রথার অবসান ঘটিয়ে সাবেকি বাজেট ব্রিফকেসের বদলে বাজেট পেপার আনলেন লাল শালু মুড়ে  ৷ বাজেটের শুরুর আগেই চমক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷

    First published:

    Tags: 2019-20 budget, Budget 2019, Budget 2019 predictions, Cheaper and Costlier Items in Budget 2019, Finance Minister nirmala sitharaman. Economic Survey 2019, India budget 2019, List of Cheaper Items, List of Expensive Items, Nirmala Sitharaman, Price Change After Budget, Price increased in Budget 2019, Union Budget 2019, Union budget 2019-20