Union Budget 2019: ব্যবসায়ীরাও পাবেন পেনশন, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের
Last Updated:
#নয়াদিল্লি: প্রত্যাশা মতোই ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণা ৷ বাজেটে মোদি সরকারের উপহার, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্প ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা, এবার থেকে প্রধানমন্ত্রী কর্মযোগী মন ধন যোজনা অনুসারে পেনশন পাবেন দোকানদার ও রিটেল ব্যবসায়ীরা ৷ উপকৃত হবেন ৩ কোটি ব্যবসায়ী ৷
তবে এই প্রকল্পের আওতায় পড়বেন সেইসব ব্যবসায়ীরা যাদের বার্ষিক লেনদেনের পরিমাণ ১.৫ কোটি ৷ এছাড়া জিএসটি রেজিস্টার্ড মাইক্রো, মিডিয়াম ও স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে লোন পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তনের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷ বলেন, এবার থেকে মাত্র ৫৯ মিনিটের মধ্যে ১ কোটি টাকা পর্যন্ত লোনের অনুমোদন মিলবে ৷ একই সঙ্গে লোনের সুদে ২ শতাংশ ছাড় পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ৷
advertisement
বিপুল জনমতের সমর্থনে ফের কেন্দ্রে মোদি সরকার ৷ ক্ষমতায় ফেরার পর দ্বিতীয় টার্মের প্রথম বাজেট ৷ নাম বদলাল কেন্দ্রীয় বাজেটের। নয়া নাম 'দেশ কা বহিখাতা'। ৫৯ বছর পর ইতিহাসের মুখোমুখি সংসদ ৷ এত বছরের ব্যবধানে ইন্দিরা গান্ধির পর বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী ৷ অতীত বাজেট ব্রিফকেস ৷ ৭২ বছরের পুরনো প্রথার অবসান ঘটিয়ে সাবেকি বাজেট ব্রিফকেসের বদলে বাজেট পেপার আনলেন লাল শালু মুড়ে ৷ বাজেটের শুরুর আগেই চমক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷
advertisement
advertisement
FM Nirmala Sitharaman: Rs 350 cr allocated for 2% interest subvention for all GST-registered MSMEs on fresh or incremental loans. Pension for shopkeepers & retailers with turnover less than Rs. 1.5 crore to be launched under Pradhan Mantri Karma Yogi Maan Dhan Scheme #Budget2019 pic.twitter.com/hbjHvHB984
— ANI (@ANI) July 5, 2019
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2019 11:40 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2019: ব্যবসায়ীরাও পাবেন পেনশন, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের