Spectacles At 99 Rupees: মাত্র ৯৯ টাকায় মিলছে আনব্রেকেবল চশমার ফ্রেম ! দেখাচ্ছে ব্যবসার নতুন পথ

Last Updated:

Spectacles At 99 Rupees:মাত্র ₹৯৯ টাকায় আনব্রেকেবল চশমার ফ্রেম বাজারে আসতেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেকসই ও সাশ্রয়ী এই পণ্য উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসার সুযোগ এনে দিচ্ছে।

+
আনব্রেকেবল

আনব্রেকেবল চশমা

বারাসাত : বারাসাতে মিলছে মাত্র ৯৯ টাকায় আনব্রেকেবল চশমার ফ্রেম! যা সাড়া ফেলে দিয়েছে ক্রেতা থেকে ব্যবসায়ীদের মধ্যেও। ৯৯ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই আনব্রেকেবল চশমার ফ্রেম বাজারে আলোড়ন ফেলে দিয়েছে। বারাসাত ৫ নম্বর স্টেশন সংলগ্ন এই চশমার দোকানে তাই এখন রীতিমতো ভিড় লেগেই রয়েছে। এত কম দামে ফ্রেম বিক্রির খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমছে দোকানে।
স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্তের ক্রেতারাও আসছেন এখানে। কেউ নিজের প্রয়োজনেই কিনছেন, আবার কেউ কম দামে কিনে বেশি দামে বিক্রি করে করছেন বাড়তি আয়। দোকানের তরফ থেকে জানানো হয়েছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে সরাসরি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ায় এত কম দামে বিক্রি সম্ভব হচ্ছে এটি।
advertisement
advertisement
শুধু ফ্রেমই নয়, মাত্র ১৯৯ টাকায় লেন্স বসিয়ে সম্পূর্ণ চশমা রেডি করার সুবিধা রয়েছে। যেখানে বাইরের দোকানে একই ধরনের ফ্রেমের দাম প্রায় ৩০০ টাকা, সেখানে এই দোকানে দাম অনেক কম। সঙ্গে রয়েছে এক বছরের গ্যারান্টি। রং চটে গেলে বা ভেঙে গেলেও ফ্রি রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও দিনের নির্দিষ্ট সময়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
advertisement
চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে অত্যাধুনিক মেশিনে চোখের নানা সমস্যা পরীক্ষা ও সমাধান করার সুবিধাও থাকছে। সব মিলিয়ে, স্বল্প দামে গুনমান সম্পন্ন পণ্য ও অতিরিক্ত সুবিধার কারণে এই দোকান এখন ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের কাছেই যেন লক্ষী লাভের ঠিকানা হয়ে উঠেছে। ব্যবসার নতুন পথ দেখাচ্ছে স্বল্পমূল্যের এই আনব্রেকেবল চশমা।
advertisement
Rudra Narayan Roy 
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Spectacles At 99 Rupees: মাত্র ৯৯ টাকায় মিলছে আনব্রেকেবল চশমার ফ্রেম ! দেখাচ্ছে ব্যবসার নতুন পথ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement