How To Make Money: পুরুলিয়ার রুক্ষ মাটিতে আয়ের পথ দেখাচ্ছে 'ড্রাগন' ফলের চাষ !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Money Making Ideas: পুরুলিয়ার রুক্ষ জমিতে ড্রাগন ফলের চাষ করে নতুন আয়ের পথ তৈরি করছেন চাষিরা। কম জল, কম যত্ন ও বেশি দামের জন্য এই চাষ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। জানুন এর সাফল্যের রহস্য।
পুরুলিয়া: পুরুলিয়ার রুক্ষ মাটিতে আয়ের পথ দেখাচ্ছে ‘ড্রাগন’ ফলের চাষ। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের চাষিরা এই ড্রাগন ফলের চাষ করে এখন বেশ লাভের মুখ দেখছেন। আর রুক্ষ মাটিতে ফলন হওয়া এই ড্রাগন ফল পৌঁছে যাচ্ছে পুরুলিয়া ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ড্রাগন ফল মূলত দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ফল। এটি ক্যাকটাস গোত্রের গাছ, ফলে এই চাষে খুব বেশি জল বা উর্বরতার প্রয়োজন হয় না। যা পুরুলিয়ার জন্য আদর্শ। আর এই বৈশিষ্ট্যটাই চাষিদের উৎসাহিত করে পুরুলিয়ার জমিতে ড্রাগন চাষে ঝুঁকি নিতে।
আর তাতেই আসে সাফল্য। জানা যায়, কলকাতার বাসিন্দা অভিষেক খানের উদ্যোগে পুরুলিয়ার কাশীপুরের প্রত্যন্ত এলাকা শ্যামপুরে এই ড্রাগন ফলের চাষ হচ্ছে। সেখানে ‘অলিভ ব্রাঞ্চ’ নামে একটি ফার্মের মধ্যে প্রায় ১৮ বিঘা জমির উপর এই চাষ করছেন স্থানীয় গ্রামের চাষিরা। ড্রাগন ফল চাষের একটি বড় সুবিধা হল, এটি রুক্ষ ও কম উর্বর মাটিতেও ভালো ফলন দেয়।
advertisement
advertisement
অতিরিক্ত জল চায় না, বরং শুষ্ক আবহাওয়াই এর জন্য উপযুক্ত। তাই পুরুলিয়ার মত এলাকায় এই ফল চাষে সাফল্য এসেছে বলে মনে করছেন উদ্যোক্তারা।
অলিভ ব্রাঞ্চ ফার্মে থাকা কেয়ারটেকার দিবাকর কর জানান, “এই জমির উপর আমরা আরও বেশ কিছু চাষ করেছিলাম কিন্তু সেই চাষগুলো ঠিক মত হয়নি। সবশেষে ড্রাগন ফলের চাষ করে সফল হই আমারা।
advertisement
এখানকার ফলন হওয়া চাষ বাজারজাত হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ বাঁকুড়া, নদিয়া, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে।”
পুরুলিয়ার রুক্ষ মাটি আজ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ড্রাগন চাষে। যেখানে আগে খরার ভয় ছিল, আজ সেখানে ড্রাগন ফলের রঙিন আভা।
advertisement
শান্তনু দাস
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 6:48 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How To Make Money: পুরুলিয়ার রুক্ষ মাটিতে আয়ের পথ দেখাচ্ছে 'ড্রাগন' ফলের চাষ !