Money Making Ideas: ‘এই’ হাঁস পালন করলেই দ্বিগুণ আয়, জেনে নিন কীভাবে ?

Last Updated:

Money Making Tips: একটি বিশেষ হাঁসের জাত পালন করে অল্প সময়েই দ্বিগুণ আয় সম্ভব। এই হাঁস ডিম ও মাংস দুই ক্ষেত্রেই উচ্চ উৎপাদনশীল। জেনে নিন এর যত্ন, খাদ্য ও পালন পদ্ধতির সম্পূর্ণ তথ্য।

+
হাঁস

হাঁস

কালচিনি: বছরে ৩০০ টি ডিম দেয় এই হাঁস। পশু, পাখি প্রতিপালনে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে এই হাঁস। নাম খাকি ক্যাম্পবেল হাঁস। এই হাঁস এবারে প্রতিপালন করে আয়ের সুযোগ পেলেন কালচিনি ব্লকের মহিলারা।
হাঁস চাষে বা পালনে নিঃশব্দ বিপ্লব নিয়ে এসেছে খাঁকি ক্যাম্পবেল হাঁস। কেউ আগে কল্পনাও করেনি এই হাঁস মুরগির চেয়ে বেশি ডিম দেয় বা দিতে পারে। হাঁস থেকে রীতিমত ব্যবসা করা যায়। খাঁকি ক্যাম্পবেল হাঁস এই বিপ্লব নিয়ে এসেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে কালচিনি ব্লক কৃষি দফতরের পক্ষ থেকে “খাকি ক্যাম্পবেল” প্রজাতির হাঁসের ছানা প্রদান করা হল। অন্যান্য, হাঁসের চেয়ে এই প্রজাতির হাঁসের ডিম উৎপাদনের ক্ষমতা বেশি বলেও দাবি কৃষি দফতরের। বছরে প্রায় ৩০০টি ডিম এই খাকি ক্যাম্পবেল প্রজাতির হাঁস উৎপাদন করতে পারে বলে জানান কৃষি দফতরের আধিকারিকরা। ফলে আগামী দিনে এই হাঁস পালন করে স্বনির্ভর হওয়ার আশায় মহিলাদের। প্রায় কুড়িটি স্বনির্ভর দলের মহিলাদের এই হাঁসের ছানা প্রদান করা হয়।এর পাশাপাশি, প্রায় ৫০০ কেজি হাঁসের খাদ্যও প্রদান করা হয় তাদের। আগামীতে আরও মহিলাদেরও এই ছানা দেওয়া হবে বলে জানানো হয়।
advertisement
এ বিষয়ে কালচিনি সহ কৃষি অধিকর্তা প্রবোধ মন্ডল বলেন, “এই খাকি ক্যাম্পবেল প্রজাতির হাঁস জন্মের সাতমাসের মাথায় ডিম উৎপাদন করতে পারে।পাশাপাশি, এর মাংস সুস্বাদু হওয়ায় সেটারও ভাল চাহিদা রয়েছে।” বছরে ২৮০-৩০০টি ডিম দেয়। ২-৩ বছর বয়স পর্যন্ত ডিম দেয়, সেখানে লেয়ার মুরগি ডিম দেয় দেড় বছর পর্যন্ত।সবাই হাঁসের ডিম খেতে পছন্দ করেন।এই হাঁসের ছানার দাম খুব কম ১২ টাকা সেখানে মুরগির ছানার দাম ৬০-৬৫ টাকা।এই হাঁসের ডিমের আকার বড়।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: ‘এই’ হাঁস পালন করলেই দ্বিগুণ আয়, জেনে নিন কীভাবে ?
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement