Bank Strike: পর পর দু' দিন ধর্মঘটের ডাক,জানুয়ারিতেই টানা চারদিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক!

Last Updated:

২৮ জানুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় সব ব্য়াঙ্ক বন্ধ থাকবে। ২৯ জানুয়ারি রবিবারও ছুটির দিন।

পর পর দু' দিন ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক। Photo-File/PTI
পর পর দু' দিন ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক। Photo-File/PTI
মুম্বাই: চলতি মাসেই পর পর দু' দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মী সংগঠনের যৌথ মঞ্চ। আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি দেশজুড়ে ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিজেদের মধ্য়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে ব্য়াঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্য়াঙ্ক ইউিয়নস। মুম্বাইয়ে নিজেদের মধ্য়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় কর্মী সংগঠনগুলি।
বৈঠকের পর এআইবিইএ-এর সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচলম সংবাদসংস্থা আইএএনএস-কে বলেন, 'ইন্ডিয়ান ব্য়াঙ্ক অ্য়াসোসিয়েশনকে আমাদের দাবিগুলির কথা জানিয়ে একাধিক চিঠি দেওয়ার পরেও আমরা কোনও সাড়া পাইনি। তাই আজ মুম্বাইয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন বৈঠকে বসে। সেখানেই ফের আমাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্দ অনুযায়ী ৩০ এবং ৩১ জানুয়ারি ব্য়াঙ্ক ধর্মঘট পালন করা হবে।'
advertisement
advertisement
২৮ জানুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় সব ব্য়াঙ্ক বন্ধ থাকবে। ২৯ জানুয়ারি রবিবারও ছুটির দিন। ফলে ৩০ এবং ৩১ জানুয়ারি ধর্মঘট হলে পর পর টানা চারদিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক। যার জেরে গ্রাহকদের চরম হয়রানির আশঙ্কা করা হচ্ছে।
advertisement
কর্মী সংগঠনের ওই নেতার কথা অনুযায়ী, মূলত পাঁচটি দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেগুলি হল, সপ্তাহে পাঁচ দিন ব্য়াঙ্কে লেনদেনের পরিষেবা চালু করতে হবে। পেনশনের হার উন্নত করতে হবে। বকেয়া বিষয়গুলির সমাধান করতে হবে। ন্য়াশনাল পেনশন সিস্টেম অবলুপ্ত করতে হবে। বেতন কাঠামোর সংস্কার, সব পদে কর্মী নিয়োগ নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Strike: পর পর দু' দিন ধর্মঘটের ডাক,জানুয়ারিতেই টানা চারদিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement