Union Budget 2023: ট্রেনের টিকিট ভাড়ায় মিলবে ছাড়? বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Union Budget 2023: প্রবীণরাও আশাবাদী যে এবার সরকার ট্রেন ভাড়ায় ছাড়ের সুবিধা ফের চালু করতে পারবে।
নয়া দিল্লি: প্রতি বছর যখন সাধারণ বাজেট কাছাকাছি আসে, করদাতাদের প্রত্যাশা সরকারের উপর অনেকটাই বৃদ্ধি পায়। গত কয়েক বছর আয়করের কোনও ছাড় দেয়নি সরকার। তাই করদাতাদের পাশাপাশি প্রবীণরাও আশাবাদী যে এবার সরকার ট্রেন ভাড়ায় ছাড়ের সুবিধা ফের চালু করতে পারবে।
গত কয়েকদিনে রেলের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেলের আয় বেড়েছে। চলতি আর্থিক বছরে, প্রথম ৯ মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর (২০২২) পর্যন্ত, রেল প্রচুর আয় করেছে। এই সময়ের মধ্যে শুধুমাত্র রেল ভাড়া থেকে ৪৮,৯১৩ কোটি টাকা আয় হয়েছে। গত বছরের সঙ্গে তুলনা করলে এ বছর রেলের আয় ৭১ শতাংশ বেড়েছে। গত বছরের এই সময়ে রেলের ২৮,৫৬৯ কোটি টাকা আয় করেছিল।
advertisement
রেলের আয়ের এই পরিসংখ্যান দেখে প্রবীণ নাগরিকদের আশা সরকার এই বছরের সাধারণ বাজেটে আবারও ট্রেনের টিকিটের উপর ভাড়া ছাড়ের ঘোষণা করতে পারে। ২০১৯ সাল থেকে করোনাভাইরাস সংক্রমণের জেরে প্রবীণ নাগরিকদের রেলের টিকিট ভাড়ার উপরে ছাড় দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল ভাড়ায় ছাড় দেওয়ার কোনও প্রতিশ্রুতি দেননি।
advertisement
advertisement
তবে সাধারণ মানুষের আশা বাজেটে এই সংক্রান্ত কোনও ঘোষণা হতে পারে। আগে ট্রেনের টিকিট ভাড়ায় ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ৪০ শতাংশ ছাড় এবং ৫৮ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য ভাড়ার ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হত।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 12:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: ট্রেনের টিকিট ভাড়ায় মিলবে ছাড়? বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে