Turkey, Azerbaijan Travel Boycott: তুরস্ক, আজারবাইজান থেকে মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা ! ট্রাভেল এজেন্ট ফেডারেশনের পক্ষ থেকে জারি হল নির্দেশিকা

Last Updated:

Turkey, Azerbaijan Travel Boycott : প্রত্যেক বছর ভারত থেকে বড় সংখ্যায় পর্যটকেরা তুরস্ক এবং আজারবাইজানে ঘুরতে যান। কিন্তু সম্প্রতি দেশের প্রথম সারির একাধিক ভ্রমণ সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, বড় সংখ্যায় পর্যটকেরা তুরস্ক এবং আজারবাইজানের বুকিং বাতিল করছেন।

তুরস্ক, আজারবাইজান থেকে মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা
তুরস্ক, আজারবাইজান থেকে মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা
আবীর ঘোষাল, কলকাতা: ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা যখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তখন জানা যায় পশ্চিম এশিয়ার তুরস্ক এবং আজারবাইজান— দুই দেশ পাকিস্তানের পক্ষ নিয়েছে। এমনিতে এই দুই দেশের অর্থনীতিই অনেকাংশে পর্যটন নির্ভর। প্রত্যেক বছর ভারত থেকে বড় সংখ্যায় পর্যটকেরা তুরস্ক এবং আজারবাইজানে ঘুরতে যান। কিন্তু সম্প্রতি দেশের প্রথম সারির একাধিক ভ্রমণ সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, বড় সংখ্যায় পর্যটকেরা তুরস্ক এবং আজারবাইজানের বুকিং বাতিল করছেন।
ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (TAFI) নির্দেশিকা জারি করেছে ৷ তুরস্ক, আজারবাইজানে ভারতীয় পর্যটকদের না যাওয়ার জন্যই অনুরোধ জানিয়েছেন তাঁরা। সারা দেশ থেকে প্রায় ৬ লক্ষ পর্যটক যায় তুরস্কে। নির্দেশিকায় উল্লেখ দেশ আছে, সন্ত্রাস ও পর্যটন এক সঙ্গে চলতে পারে না। যাদের টিকিট কাটা আছে তাদের বাতিল কর‍তে বলা হচ্ছে। প্রয়োজনে বাতিলের চার্জ নেওয়া হবে না। উল্লেখ্য, কলকাতা থেকে প্রায় ১৫০০-এর বেশি পর্যটকদের ওই দুই দেশে যাওয়ার কথা ছিল এই সময়ে।
advertisement
advertisement
TAFI-র ন্যাশনাল কমিটির সদস্য অনিল পাঞ্জাবি জানিয়েছেন, ‘‘আমাদের পর্যটকরা পহেলগাঁও গিয়েছিলেন বিমানে, ফিরে এল কফিনে। যারা এই কাজ করেছিল, তাদের সাহায্য করেছিল তুরস্ক। যদিও ২০২৩ সালে ভূমিকম্পের সময়ে আমরা ওদের সমস্ত দিক থেকে সাহায্য করেছিলাম। ওই দেশের পর্যটন ব্যবসার উপর অর্থনীতি নির্ভর করে। এর পরেও ওরা যে কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। বিশ্বে আরও ২০০ দেশ আছে। সেখানে যাতায়াত করুক মানুষ। তাই আমরা তুরস্কের সঙ্গে সমস্ত পর্যটন বাতিল করছি।’’
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Turkey, Azerbaijan Travel Boycott: তুরস্ক, আজারবাইজান থেকে মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা ! ট্রাভেল এজেন্ট ফেডারেশনের পক্ষ থেকে জারি হল নির্দেশিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement