Cancelled Train Update: আজ বাতিল করা হয়েছে ১১৫৫ ট্রেন, দেখে নিন কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা

Last Updated:

Cancelled Train Update: কীভাবে জানবেন কোনও ট্রেন বাতিল করা হয়েছে ?

আগামিকাল দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আগামিকাল দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
#নয়াদিল্লি: বুধবার ১১৫৫টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল ৷ বাতিল হওয়া বেশির ভাগ ট্রেন বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমের রুটে চলা ট্রেন ৷ এছাড়া ১৪টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷ করোনার জেরে এমনিতেই রেলের তরফে কম ট্রেন চালানো হচ্ছে ৷ তার উপর ঘন কুয়াশার জেরে প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক ট্রেন বাতিল করা হচ্ছে ৷ এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷
কীভাবে জানবেন কোনও ট্রেন বাতিল করা হয়েছে ?
যাত্রীদের সুবিধার্থে বাতিল হওয়া ট্রেনের লিস্ট ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া থাকে ৷ পাশাপাশি NTES app এ এই বিষয়ে জানতে পারবেন ৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইটে যেতে হবে ৷ ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস জানতে পারবেন সহজেই ৷
advertisement
advertisement
রেলের তরফে ট্রেন বাতিল করা হলে অটোমেটিক রিফান্ড হয়ে যায় টাকা
আপনার কাছে ই-টিকিট থাকলে ট্রেন বাতিল হলে টিকিট ক্যান্সেল করার দরকার পড়ে না ৷ ট্রেন বাতিল হলে টিকিটের টাকা নিজে থেকেই আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যায় ৷ এই ক্ষেত্রে টিকিট ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ টিডিআর ফাইল করারও দরকার পড়ে না ৷
advertisement
আপনার ট্রেন লেট থাকলে পেয়ে যাবেন পুরো টাকা -
আপনার ট্রেন ৩ ঘণ্টার বেশি লেট থাকলে এবং আপনি যাত্রা না করলে ট্রেন ছাড়ার আগে টিডিআর ফাইল করতে হয় ৷ টিডিআর ফাইল করার জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে লগইন করতে হবে ৷ এরপর My Account এ গিয়ে My Transaction অপশন সিলেক্ট করতে হবে ৷ এরপর File TDR এ ক্লিক করত হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cancelled Train Update: আজ বাতিল করা হয়েছে ১১৫৫ ট্রেন, দেখে নিন কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement