Top Mileage Cars: এই ৫টি পেট্রোল চালিত গাড়ি দিয়ে থাকে সবচেয়ে বেশি মাইলেজ!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Top Mileage Cars: দেখে নিন কোন কোন পেট্রোল গাড়ির মাইলেজ ডিজেল ও CNG গাড়ির থেকে বেশি ৷
#নয়াদিল্লি: দেশের বাজারে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম ৷ গত তিন মাসে জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও এখনও বেশ কিছু শহরে পেট্রোলের দাম ১০০ টাকার বেশি গিয়েছে ৷ তাই স্বাভাবিক ভাবেই বাজের এমন গাড়ির চাহিদা তুঙ্গে যা কম জ্বালানিতে বেশি মাইলেজ দিয়ে থাকে ৷ গাড়ি মাইলেজের কথা উঠতেই প্রথমেই মাথায় আসে CNG ও ডিজেল গাড়ির ৷ সিএনজি ও ডিজেল চালিত গাড়ির তুলনায় মাইলেজের ক্ষেত্রে পেট্রোল গাড়িকে অনেকটাই কম মনে করা হয় ৷ তবে এটা পুরোপুরি সত্যি নয় ৷ মার্কেটে এরকম অনেক গাড়ি রয়েছে যার মাইলেজ ডিজেল ও সিএনজি গাড়ি থেকে বেশি ৷ দেখে নিন কোন কোন পেট্রোল গাড়ির মাইলেজ ডিজেল ও CNG গাড়ির থেকে বেশি ৷
রেনল্ট কেউইড-Renault KWID- দেখতে ছোট এসইউভি-র মতো এই হ্যাচব্যাক গাড়ি বেশ চর্চায় রয়েছে ৷ কম প্রাইস রেঞ্জের জেরে এই গাড়ির মারুতির অল্টো, এক্সপ্রেসো ও Datsun-এর রেডি এর মতো গাড়ির সঙ্গে কড়া প্রতিযোগিতা রয়েছে বাজারে ৷ ARAI অনুযায়ী, এই গাড়ি ম্যানুয়াল ট্রান্সমিশন ভেরিয়েন্ট 22.3kmpl এর মাইলেজ দিয়ে থাকে ৷ ১ লিটার তেলে এটি ২২ কিলোমিটার পথ যায়।
advertisement
advertisement
মারুতি সুইফট (Maruti Swift)
বর্তমানে এটা দেশের বেস্ট সেলার গাড়ি ৷ সম্প্রতি সংস্থার তরফে এই গাড়ির নয়া ফেসলিফ্ট মডেল লঞ্চ করা হয়েছে যেখানে ইঞ্জিনে বদল করা হয়েছে ৷ এর জেরে গাড়ির মাইলেজ বেড়ে গিয়েছে ৷ এই গাড়িতে ম্যানুয়াল ভেরিয়েন্ট 23.20 KMPL ও অটোমেটিক ভেরিয়েন্ট 23.76 KMPL মাইলেজ দিয়ে থাকে ৷
advertisement
টাটা টিয়াগো (TATA Tiago)
টাটার এই গাড়িকে সেফেস্ট হ্যাচব্যাক গাড়ি মনে করা হয় ৷ দেশের বাজারে এই গাড়িকে জোর টক্কর দিয়ে থাকে মারুতি সুজুকি সেলেরিয়ো ও Wagon R ৷ ARAI অনুযায়ী, টাটা টিয়াগোর AMT ট্রান্সমিশন ভেরিয়েন্ট 23.84kmpl মাইলেজ দিয়ে থাকে ৷
টয়োটা গ্ল্যাঞ্জা (Toyota Glanza)
টয়োটার এই গাড়িটি Hyundai i20 ও Tata Altroz এর মতো গাড়িকে ভালো টক্কর দিয়ে থাকে ৷ সংস্থার এই মাইল্ড হাইব্রিড টেকনোলজির সঙ্গে বাজারে এসেছিল ৷ এই গাড়ি 23.87kmpl পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে ৷
advertisement
মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire)
এটা মারুতির কমপ্যাক্ট সেডান গাড়ি ৷ সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া গাড়ির লিস্টে এই গাড়ি সামিল রয়েছে ৷ ARAI অনুযায়ী, ডিজাইয়রের AMT ট্রান্সমিশন ভেরিয়েন্ট 24.12kmpl মাইলেজ দিয়ে থাকে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 7:44 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Top Mileage Cars: এই ৫টি পেট্রোল চালিত গাড়ি দিয়ে থাকে সবচেয়ে বেশি মাইলেজ!