Top Mileage Cars: এই ৫টি পেট্রোল চালিত গাড়ি দিয়ে থাকে সবচেয়ে বেশি মাইলেজ!

Last Updated:

Top Mileage Cars: দেখে নিন কোন কোন পেট্রোল গাড়ির মাইলেজ ডিজেল ও CNG গাড়ির থেকে বেশি ৷

#নয়াদিল্লি: দেশের বাজারে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম ৷ গত তিন মাসে জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও এখনও বেশ কিছু শহরে পেট্রোলের দাম ১০০ টাকার বেশি গিয়েছে ৷ তাই স্বাভাবিক ভাবেই বাজের এমন গাড়ির চাহিদা তুঙ্গে যা কম জ্বালানিতে বেশি মাইলেজ দিয়ে থাকে ৷ গাড়ি মাইলেজের কথা উঠতেই প্রথমেই মাথায় আসে CNG ও ডিজেল গাড়ির ৷ সিএনজি ও ডিজেল চালিত গাড়ির তুলনায় মাইলেজের ক্ষেত্রে পেট্রোল গাড়িকে  অনেকটাই কম মনে করা হয় ৷ তবে এটা পুরোপুরি সত্যি নয় ৷ মার্কেটে এরকম অনেক গাড়ি রয়েছে যার মাইলেজ ডিজেল ও সিএনজি গাড়ি থেকে বেশি ৷ দেখে নিন কোন কোন পেট্রোল গাড়ির মাইলেজ ডিজেল ও CNG গাড়ির থেকে বেশি ৷
রেনল্ট কেউইড-Renault KWID- দেখতে ছোট এসইউভি-র মতো এই হ্যাচব্যাক গাড়ি বেশ চর্চায় রয়েছে ৷ কম প্রাইস রেঞ্জের জেরে এই গাড়ির মারুতির অল্টো, এক্সপ্রেসো ও Datsun-এর রেডি এর মতো গাড়ির সঙ্গে কড়া প্রতিযোগিতা রয়েছে বাজারে ৷ ARAI অনুযায়ী, এই গাড়ি ম্যানুয়াল ট্রান্সমিশন ভেরিয়েন্ট 22.3kmpl এর মাইলেজ দিয়ে থাকে ৷ ১ লিটার তেলে এটি ২২ কিলোমিটার পথ যায়।
advertisement
advertisement
মারুতি সুইফট (Maruti Swift)
বর্তমানে এটা দেশের বেস্ট সেলার গাড়ি ৷ সম্প্রতি সংস্থার তরফে এই গাড়ির নয়া ফেসলিফ্ট মডেল লঞ্চ করা হয়েছে যেখানে ইঞ্জিনে বদল করা হয়েছে ৷ এর জেরে গাড়ির মাইলেজ বেড়ে গিয়েছে ৷ এই গাড়িতে ম্যানুয়াল ভেরিয়েন্ট 23.20 KMPL ও অটোমেটিক ভেরিয়েন্ট 23.76 KMPL মাইলেজ দিয়ে থাকে ৷
advertisement
টাটা টিয়াগো (TATA Tiago)
টাটার এই গাড়িকে সেফেস্ট হ্যাচব্যাক গাড়ি মনে করা হয় ৷ দেশের বাজারে এই গাড়িকে জোর টক্কর দিয়ে থাকে মারুতি সুজুকি সেলেরিয়ো ও Wagon R ৷ ARAI অনুযায়ী, টাটা টিয়াগোর AMT ট্রান্সমিশন ভেরিয়েন্ট 23.84kmpl মাইলেজ দিয়ে থাকে ৷
টয়োটা গ্ল্যাঞ্জা (Toyota Glanza)
টয়োটার এই গাড়িটি Hyundai i20 ও Tata Altroz এর মতো গাড়িকে ভালো টক্কর দিয়ে থাকে ৷  সংস্থার এই মাইল্ড হাইব্রিড টেকনোলজির সঙ্গে বাজারে এসেছিল ৷ এই গাড়ি 23.87kmpl পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে ৷
advertisement
মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire)
এটা মারুতির কমপ্যাক্ট সেডান গাড়ি ৷ সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া গাড়ির লিস্টে এই গাড়ি সামিল রয়েছে ৷ ARAI অনুযায়ী, ডিজাইয়রের AMT ট্রান্সমিশন ভেরিয়েন্ট 24.12kmpl মাইলেজ দিয়ে থাকে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Top Mileage Cars: এই ৫টি পেট্রোল চালিত গাড়ি দিয়ে থাকে সবচেয়ে বেশি মাইলেজ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement