কার্ড সোয়াইপ করলেই ATM থেকে মিলছে ৫ গুণ বেশি টাকা !

Last Updated:

অ্যাকাউন্ট থেকে অবশ্য কাটা যাচ্ছে তুলতে চাওয়া টাকাই।

#মুম্বই: এটিএমে ছুটছেন মানুষ ৷ কারণ এটা কোনও সাধারণ এটিএম নয় ৷ এখানে একবার কার্ড সোয়াইপ করলে যে টাকা তুলতে চাইছেন তার থেকে মিলছে ৫ গুণ বেশি টাকা ৷ অ্যাকাউন্ট থেকে অবশ্য কাটা যাচ্ছে তুলতে চাওয়া টাকাই।
কিন্তু অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে তুলতে চাওয়া টাকা ৷ জানা গিয়েছে, বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে ৫০০ টাকা তুলতে আসা এক ব্যক্তি কার্ড সোয়াইপ করতেই পেয়ে গিয়েছেন ২৫০০ টাকা ৷
advertisement
advertisement
বুধবার দিন এই ঘটনাটি ঘটেছে নাগপুর থেকে ৩০ কিলোমিটারের দূরত্বে খারপারখেদা টাউনে ৷ মুহূর্তের মধ্যে খবরটি আগুনের মতো মুখে মুখে ছড়িয়ে পড়ে ৷ এরপর বিপুল ভিড় জমে যায় এটিএমের বাইরে ৷ বেশ কয়েকজন এই সুযোগে বেশি টাকা তুলতে সফলও হয়েছেন ৷
advertisement
ব্যাঙ্কে খবর পৌঁছতেই থানায় জানানো হয় ৷ এরপর পুলিশ এটিএম বন্ধ করে দেয় ৷ জানা গিয়েছে, এটিএমে টাকা রিফিল করার সময় কোনও টেকনিক্যাল ক্রুটির জেরে এই ঘটনাটি ঘটেছে ৷ ৫০০ টাকার নোটগুলি ভুল করে ১০০ টাকার ট্রেতে রেখে দেওয়া হয়েছিল ৷ ফলে ৫০০ টাকা এন্ট্রি করলে বেরোছে ৫ টা ৫০০ টাকার নোট ৷ এর জেরেই ৫ গুণ টাকা বেরোছিল এটিএম মেশিন থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কার্ড সোয়াইপ করলেই ATM থেকে মিলছে ৫ গুণ বেশি টাকা !
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement