First Private Train: শুরু হল ভারতের প্রথম বেসরকারি ট্রেন! কেমন হবে নতুন সফর?

Last Updated:

First Private Train: সাদার্ন রেলওয়ের CPRO বি গুগনেশনের (B Gugneshan) জানিয়েছেন, এই ট্রেনে একসঙ্গে ১৫০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন

#নয়াদিল্লি: ভারত গৌরব স্কিম (Bharat Gaurav Scheme)-এর আওতায় চালু হল দেশের প্রথম বেসরকারি ট্রেন। গত মঙ্গলবার এই ট্রেনটি কোয়েম্বাটুর থেকে পথ চলা শুরু করে বৃহস্পতিবার সাই নগর শিরডিতে পৌঁছেছে।
রেল মন্ত্রকের তরফে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘ভারত গৌরব ট্রেন ১৪ জুন, ২০২২ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় কোয়েম্বাটুর উত্তর থেকে সাই নগর শিরডির উদ্দেশে রওনা হবে এবং ১৬ জুন, ২০২২ (বৃহস্পতিবার) সকাল ৬টা বেজে ২৫ মিনিটে সাই নগর শিরডিতে পৌঁছাবে।’ এই বিশেষ ট্রেনটিতে ১৫০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ভারত গৌরব স্কিমের অধীনে দেশের প্রথম বেসরকারি উদ্যোগে ট্রেন চালু করার রেকর্ডে প্রথম জোন হিসেবে উঠে এল সাদার্ন রেলওয়ে (SR) জোন। ১৪ জুন আনুষ্ঠানিক ভাবে এই রেল যাত্রার শুভ সূচনা হয়।
advertisement
advertisement
সাদার্ন রেলওয়ের CPRO বি গুগনেশনের (B Gugneshan) জানিয়েছেন, এই ট্রেনে একসঙ্গে ১৫০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। রেলের তরফে জানানো হয়েছে যে, আপাতত প্রতি মাসে অন্তত তিন বার যাত্রা করতে পারবে এই ট্রেন। ভারতীয় রেল (Indian Railway) আগামী ২ বছরের জন্য লিজে এই ট্রেনটিকে একটি বেসরকারি পরিষেবা সংস্থার হাতে তুলে দিয়েছে।
advertisement
কী কী সুবিধে থাকছে এই ট্রেনে?
এতে ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড এসি, থার্ড এসি কোচ, স্লিপার কোচ-সহ মোট ২০টি কোচ রয়েছে। এ ছাড়াও থাকছে হাউস কিপিং সার্ভিস, সুস্বাদু নিরামিষ হরেক রকম খাবার ও আরও অনেক রকমের সুবিধা। পরিষেবা প্রদানকারী সংস্থা ২ বছরের জন্য সাদার্ন রেলওয়েকে সিকিওরিটি হিসাবে ১ কোটি টাকা দিয়েছে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, ২৩ নভেম্বর, ২০২১ সালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচারের লক্ষ্যে থিম-ভিত্তিক ট্যুরিস্ট সার্কিট ট্রেন হিসেবে এই ভারত গৌরব ট্রেনের নাম ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল ভারতের ঐতিহাসিক স্থান এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে রেলপথের দ্বারা সংযুক্ত করে আরও অধিক সংখ্যক মানুষকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আকৃষ্ট করা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
First Private Train: শুরু হল ভারতের প্রথম বেসরকারি ট্রেন! কেমন হবে নতুন সফর?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement