এমাসের মধ্যেই সেরে ফেলতে হবে এই কাজগুলি; এক নজরে দেখে নিন তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
৩১ মার্চের পর PAN এবং আধার লিঙ্ক করাতে গেলে গুণতে হবে ১০০০ টাকার জরিমানা।
কলকাতা: হাতে আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে সেরে ফেলতে হবে বেশ কিছু কাজ। আর্থিক বর্ষ শেষ হবে আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখে। তার আগে কোন কোন কাজ সেরে নিতে হবে দেখে নেওয়া যাক এক নজরে—
PAN-আধার লিঙ্কিং
আয়কর বিভাগের তরফ থেকে চলতি বছর মার্চের শেষ পর্যন্ত সময় দেয়া হয়েছে PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য। এটি বাধ্যতামূলক বিষয়। লিঙ্ক করান না গেলে PAN 'নিষ্ক্রিয়' হয়ে যাবে।
ফলে আয়কর রিটার্ন দাখিল করা বা অন্য কাজ করতে অসুবিধা হতে পারে। ৩১ মার্চের পর PAN এবং আধার লিঙ্ক করাতে গেলে গুণতে হবে ১০০০ টাকার জরিমানা।
advertisement
advertisement
অগ্রিম কর প্রদান
আয়কর বিভাগ অনুসারে, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য অগ্রিম করের চূড়ান্ত কিস্তি প্রদানের শেষ তারিখ হল ১৫ ই মার্চ, ২০২৩। এই তারিখে অগ্রিম করের ১০০ শতাংশ প্রদান করতে হবে।
আয়কর আইনের ধারা ২০৮ অনুসারে, যে সব নাগরিকের আনুমানিক প্রদেয় কর ১০ হাজার টাকা বা তার বেশি, তাঁরা ‘অগ্রিম কর’ হিসেবে কর পরিশোধ করতে হবে।
advertisement
২০১৯-২০ আর্থিক বছরের আইটিআর আপডেট
২০১৯-২০ আর্থিক বছরের জন্য আপডেট করা আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা হল ৩১ মার্চ, ২০২৩৷
যে সমস্ত করদাতারা ২০১৯-২০ আর্থিক বছরের জন্য আইটিআর ফাইল করেননি বা কোনও আয়ের রিপোর্ট মিস করেছেন তাঁরা একটি আপডেট করা আইটিআর বা আইটিআর-ইউ ফাইল করতে পারেন।
advertisement
প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনায় বিনিয়োগ
২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেন ভাইয়া বন্দনা যোজনা। এতে প্রবীণ নাগরিকদের নিয়মিত আয় প্রদান করা হয়। এই প্রকল্পে বিনিয়োগের শেষ তারিখও ৩১ মার্চ, ২০২৩।
৬০ বছরের বেশি বয়সী যে কোনও নাগরিক এই প্রকল্পে যোগ দিতে পারেন। এই প্রকল্পে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সর্বাধিক ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে।
advertisement
কর সাশ্রয়ী বিনিয়োগ
২০২২-২৩ অর্থবর্ষের জন্য আয়কর-সঞ্চয় বিনিয়োগের সময়সীমা ৩১ মার্চ, ২০২৩-এ শেষ হবে। যাঁরা ২০২২-২৩ আর্থিক বছরের জন্য পুরনো কর ব্যবস্থা বেছে নিয়েছেন তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ। করদাতারা পুরনো কর ব্যবস্থার অধীনে বিনিয়োগের জন্য বিভিন্ন ছাড় দাবি করতে পারেন।
এর মধ্যে অন্যতম হল জীবন বিমা পলিসি, পিপিএফ, এবং আএলএসএস। আয়কর আইনের ৮০ নম্বর ধারায় প্রদত্ত প্রিমিয়াম-সহ বিভিন্ন বিনিয়োগে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যেতে পারে। ৮০ডি ধারায় স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এবং ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 6:48 PM IST