ফিক্সড ডিপোজিটে বেশি সুদ চান! এই ব্যাঙ্কগুলি দিতে পারে মনের মতো রিটার্ন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বেশি রিটার্ন দেওয়ার ক্ষেত্রে স্মল ফিনান্স ব্যাঙ্ক সবার আগে। এর পর রয়েছে বিদেশি ব্যাঙ্ক এবং কয়েকটি প্রাইভেট ব্যাঙ্ক।
#কলকাতা: বেশ কয়েকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে। কিন্তু এই সুদের হার বাড়ানো হয়েছে স্বল্প মেয়াদী (Short Term) ফিক্সড ডিপোজিটের জন্য। শর্ট টার্ম ফিক্সড ডিপোজিটের সময়সীমা ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) একটানা তিন বার রেপো রেট বাড়িয়েছে। এর ফলে বেশ কয়েকটি ব্যাঙ্ক শর্ট টাইম ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে।
বেশি রিটার্ন দেওয়ার ক্ষেত্রে স্মল ফিনান্স ব্যাঙ্ক সবার আগে। এর পর রয়েছে বিদেশি ব্যাঙ্ক এবং কয়েকটি প্রাইভেট ব্যাঙ্ক। অন্য দিকে ভারতের পাবলিক সেক্টরের বিভিন্ন ব্যাঙ্ক বেশি রিটার্ন দেওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। ব্যাঙ্কবাজার-এর তথ্য অনুযায়ী ৩ বছর পর্যন্ত প্রায় ১০টি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গড় সুদের হার ৭.২ শতাংশ।
advertisement
advertisement
ফিক্সড ডিপোজিট নিয়মিত ভাবে লিক্যুইডিটি (Liquidity) এবং সুনিশ্চিত সুদ প্রদান করে থাকে। পর্যাপ্ত লিক্যুইডিটি হল, যখন গ্রাহকদের দরকার হবে তখন সেটা পাওয়া যাবে। এমনই ১০টি ব্যাঙ্ক রয়েছে, যারা ৩ বছর সময়সীমা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সর্বাধিক সুদ দিয়ে থাকে।
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক ও উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক:
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক (Fincare Small Finance Bank) এবং উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank) ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৫ শতাংশ সুদ দেয়। এই ব্যাঙ্কে ১ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের সময়সীমা ১০০০ দিন। অন্যদিকে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কে বিনিয়োগের সময়সীমা ৫২৫ দিন থেকে ৯৯০ দিন পর্যন্ত।
advertisement
সূর্য্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক:
সূর্য্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে (Suryoday Small Finance Bank) ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের উপর ৭.৪৯ শতাংশ সুদ দেওয়া হয়। সূর্য্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে বিনিয়োগের সময়সীমা ৯৯৯ দিন।
জন স্মল ফিনান্স ব্যাঙ্ক:
জন স্মল ফিনান্স ব্যাঙ্কে (Jana Small Finance Bank) ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিটে ৭.৩৫ শতাংশ সুদ দেওয়া হয়। জন স্মল ফিনান্স ব্যাঙ্কে বিনিয়োগের সময়সীমা ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত
advertisement
ইক্যুইটাস ব্যাঙ্ক:
ইক্যুইটাস ব্যাঙ্কে (Equitas Bank) ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিটের ওপর ৭.৩২ শতাংশ সুদ দেওয়া হয়। এই ব্যাঙ্কে বিনিয়োগের সময়সীমা ৮৮৮ দিন পর্যন্ত।
ডয়চা ব্যাঙ্ক:
ডয়চা ব্যাঙ্ক (Deutsche) বিদেশি ব্যাঙ্কের মধ্যে সব থেকে বেশি হারে সুদ দেয়। এই ব্যাঙ্কে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের ওপর ৭% সুদ দেওয়া হয়। এই ব্যাঙ্কে বিনিয়োগের সময়সীমা ৩ বছরের বেশি এবং ৪ বছর পর্যন্ত।
advertisement
এ ছাড়াও বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) এবং আরবিএল ব্যাঙ্ক (RBL Bank) অধিক মাত্রায় সুদ দিয়ে থাকে। বন্ধন ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্কে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিটে ৭% সুদ দেওয়া হয়। বন্ধন ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্কে বিনিয়োগের সময়সীমা ১ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত।
জমা বিমা এবং ক্রেডিট গ্যারান্টি নিয়ম অনুসারে কেন্দ্রীয় ব্যাঙ্কের সহায়ক কোম্পানি ৫ লাখ টাকা পর্যন্ত জমার ওপর গ্যারান্টি দিয়ে থাকে। ২০২২ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই সকল ব্যাঙ্ক এমন উচ্চ হারে সুদ দিচ্ছে। বিভিন্ন ব্যাঙ্কের ওয়েবসাইটে এই সময়ের উল্লেখ রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 11:09 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিটে বেশি সুদ চান! এই ব্যাঙ্কগুলি দিতে পারে মনের মতো রিটার্ন!