
শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বেশিরভাগ সময়েই এই নির্দেশ দেওয়া হয় যে যতক্ষণ সম্ভব ততক্ষণ বিনিয়োগের মধ্যে থাকলেই ভালভাবে ভবিষ্যত গড় সম্ভবপর হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷

বাজার অনুযায়ী শেয়ার বিনিয়োগকারী শেয়ার বাজারে টিকে থাকতে ঠিক মত স্টক চয়ন করতে হয় ৷ এক বিনিয়োগকারী কোনও স্টকে ততক্ষণ বিনিয়োগ করতে পারেন যতক্ষণ সেই স্টকে বিনিয়োগের কারণ তাঁর কাছে থাকে ৷ প্রতীকী ছবি ৷

এই সমস্ত কারণের থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ কারণ শেয়ার বাজারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ৷ ভারত রসায়নের শেয়ার এই ক্ষেত্রে এক জলজ্যান্ত উদাহরণ ৷ প্রতীকী ছবি ৷

বিগত ২০ বছর ধরে এই কেমিক্যাল বা রাসায়নিক স্টক ২০ টাকা প্রতি শেয়ার থেকে ৯,৮৯৫ টাকা হয়েছে, অর্থাৎ ৫০০ গুণ বৃদ্ধি পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷

ভারত রসায়ন শেয়ারের মূল্য ইতিহাস অনুযায়ী বিগত ৬ মাসে সব থেকে বেশি চাপে পড়ে ₹১২,৬৮২ থেকে পড়ে ₹৯,৯৮৫ টাকা হয়েছে ৷ অর্থাৎ ২০ শতাংশ পতন দেখতে পাওয়া গিয়েছে ৷ যদিও বিগত এক বছরে মাল্টি ব্যাগার স্টক প্রায় ₹৮,৭১০ টাকা থেকে বেড়ে ₹৯,৯৮৫ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷

যেখানে শেয়ার ধারকদের প্রায় ১৫ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ বিগত পাঁচ বছরে শেয়ার ভারত রসায়নের শেয়ারের মূল্য প্রায় ₹৮,৭১০ টাকা থেকে বেড়ে ₹৯,৯৮৫ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷

অর্থাৎ ৪২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই স্টক ৷ বিগত ১০ বছরে ভারত রসায়নের শেয়ার ১১০ টাকা থেকে বেড়ে ৯,৯৮৫ টাকা হয়েছে ৷ যেখানে এখনও পর্যন্ত শেয়ার ধারকেরা ৮,৯৭৫ শতাংশ রিটার্ন পেয়েছেন ৷ ২০ বছরে এই ভাবে এই মাল্টি ব্যাগার স্টক ২০ টাকা থেকে ৯,৯৯৫ টাকা হয়েছে ৷ যা বর্তমানে ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷

ভারত রসায়নের শেয়ারের দাম কোনও বিনিয়োগকারী যদি ৬ মাস আগে শেয়ারে ২০,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন সেই শেয়ারের মূল্য হবে ১৬,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷

যদি কোনও বিনিয়োগকারী এক বছর আগে মাল্টি ব্যাগার স্টকে ২০,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে ২০,০০০ টাকা বর্তমানে ২৩,০০০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷

কেউ যদি ৫ বছর আগে এই রাসায়নিক স্টকে বিনিয়োগ করে থাকতেন ২০,০০০ টাকা বর্তমানে ১.০৫ লক্ষ টাকা হয়ে যেত ৷ এই ভাবেই কোনও বিনিয়োগকারী ১০ বছর আগে ১১০ টাকা মূল্যের স্টকে ২০,০০০ টাকা বিনিয়োগ করলে ১৮.১৫ লক্ষ টাকা হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷

যদি কোনও বিনিয়োগকারী ২০ বছর আগে ভারত রসায়ন স্টেকে বিনিয়োগ করে থাকেন সেই টাকা আজ ১ কোটি টাকায় পরিণত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর (
Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে
নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে
ক্লিক করুন এখানে ৷
First Published :November 19, 2021 10:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Stock Market latest News: মালামাল হওয়া সময়ের অপেক্ষা মাত্র! ২০ টাকা শেয়ারের দাম ₹৯,৯৮৫, ₹২০ হাজার বিনিয়োগে ১ কোটি!