Educational Loan: সন্তানের ভবিষ্যত গড়তে ঋণের প্রয়োজন! ব্যাপক এডুকেশন্যাল লোনের সন্ধান দেশের সেরা ব্যাঙ্কের

Last Updated:

Best Loan|Educational Loan|Largest Banks of the Country: উপযুক্ত লেখাপড়া করতে যা খরচ দরকার, কোন ব্যাহ্কের কী নিয়ম দেখুন এক নজরে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: কোন ব্যাঙ্কে মিলবে সেরা শিক্ষা ঋণ? দেখে নিন এক নজরে
প্রতিযোগিতার বাজারে ভালো চাকরির জন্য উচ্চশিক্ষার কদর বাড়ছে। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পড়ার খরচও। বিশেষত যদি ছাত্র-ছাত্রী বিদেশে অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে চায়। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্টের মতো চাকরিমুখী পাঠক্রমের খরচ কয়েক লক্ষ টাকা হয়। মেধাবী অথচ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের কাছে তখন একটাই উপায় থাকে, সেটা হল শিক্ষা ঋণ (Education Loan) নেওয়া। এর অর্থ হল, ভবিষ্যৎ কর্মজীবনের আয় থেকে পরিশোধ করার শর্তে শিক্ষার ব্যয়ভারের একটা অংশ সরকার বা কোনও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ হিসেবে গ্রহণ করা।
advertisement
আরও পড়ুন:  6th Pay Commission|7th Pay Commission: নতুন বছরের আগেই কর্মচারীদের জন্য বিরাট খবর! বেতন বৃদ্ধি হচ্ছে এই সমস্ত সরকারি কর্মীদের
শিক্ষার খরচ বহন করার জন্য সরকারি বা বেসরকারি উভয় ব্যাঙ্ক (Bank) থেকে ঋণ পাওয়া যায়। ঋণগ্রহীতা মোট যত টাকা ঋণ নিচ্ছেন, তা সুদ-সহ ব্যাঙ্ককে শোধ করে দিতে হয় নির্দিষ্ট মাসিক কিস্তিতে। ইএমআই (EMI)-এর মোট অঙ্কের মধ্যে ঋণের আসল ও সুদ উভয়ই ধরা থাকে। কত টাকা ঋণ মিলবে অথবা কত সময়ের মধ্যে তা ব্যাঙ্ককে পরিশোধ করতে হবে, তার উপরেই ইএমআই-এর অঙ্ক নির্ভর করে। দেশের নামী ব্যাঙ্কগুলো থেকে সহজেই শিক্ষা ঋণের জন্য আবেদন করা যায়। মোটামুটি ১৫ বছর ঋণ শোধের মেয়াদে ৬.৭৫ শতাংশ সুদের হারে এই ঋণ মেলে। তবে সুদের হার কত হবে, সেটা ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে।
advertisement
advertisement
এখন দেখে নেওয়া যাক, কোন ব্যাঙ্ক কত সুদে কত বছরের জন্য কত টাকা ঋণ দিচ্ছে?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক:
১৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে। মেয়াদকাল ১৫ বছর। বার্ষিক সুদের হার ৬.৯০ শতাংশ থেকে ৯.৫৫ শতাংশ। প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া:
দেড় কোটি টাকা পর্যন্ত ঋণের বন্দোবস্ত আছে। মেয়াদকাল ১৫ বছর। বার্ষিক সুদের হার ৬.৮৫ থেকে ৮.৬৫ শতাংশ। প্রসেসিং ফি ১০ হাজার টাকা পর্যন্ত। সঙ্গে ট্যাক্স প্রযোজ্য।
advertisement
অ্যাক্সিস ব্যাঙ্ক:
৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। মেয়াদকাল ১৫ বছর। বার্ষিক সুদের হার ১৩.৭০ শতাংশ থেকে ১৫.২০ শতাংশ পর্যন্ত। ১৫ হাজার টাকা পর্যন্ত প্রসেসিং ফি। সঙ্গে ট্যাক্স প্রযোজ্য।
ব্যাঙ্ক অফ বরোদা:
৪ লক্ষ টাকা এবং তারও বেশি ঋণের ব্যবস্থা আছে। মেয়াদকাল ১০ থেকে ১৫ বছর। বার্ষিক সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে ৯.৮৫ শতাংশ পর্যন্ত। প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।
advertisement
এইচডিএফসি ব্যাঙ্ক:
ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট ঊর্ধবসীমা নেই। মেয়াদকাল ১৫ বছর। বার্ষিক সুদের হার ৯.৪৫ শতাংশ থেকে ১৩.৩৪ শতাংশ পর্যন্ত। মোট ঋণের ১.৫ শতাংশ পর্যন্ত প্রসেসিং ফি দিতে হবে। সঙ্গে ট্যাক্স প্রযোজ্য।
টাটা ক্যাপিটাল:
৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা আছে। মেয়াদকাল ৬ বছর। বার্ষিক সুদের হার ১০.৯৯ শতাংশ এবং তার বেশি। মোট ঋণের ২.৭৫ শতাংশ পর্যন্ত প্রসেসিং ফি দিতে হবে। সঙ্গে ট্যাক্স প্রযোজ্য।
advertisement
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া:
প্রয়োজনের ভিত্তিতে ঋণের ব্যবস্থা করা হয়। বার্ষিক সুদের হার ৮.৮০ শতাংশ থেকে ১০.০৫ শতাংশ পর্যন্ত। ভারতীয় ছাত্র-ছাত্রীদের জন্য প্রসেসিং ফি নেই। তবে এনআরআই পড়ুয়াদের জন্য মোট ঋণের ০.৫০ শতাংশের সঙ্গে জিএসটি, প্রসেসিং ফি হিসেবে দিতে হবে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক:
ভারতে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত এবং বিদেশে পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে। ১৬ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদের হার। প্রসেসিং ফি-র জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
advertisement
আইসিআইসিআই ব্যাঙ্ক:
ভারতে পড়াশোনার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত এবং বিদেশে পড়াশোনার জন্য ১ কোটি টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা আছে। বার্ষিক সুদের হার ১০.৫০ শতাংশ এবং তার বেশি। প্রসেসিং ফি-র জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
ফেডেরাল ব্যাঙ্ক:
ভারতে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত এবং বিদেশে পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে। বার্ষিক সুদের হার ১০.০৫ শতাংশ এবং তার বেশি। প্রসেসিং ফি-র জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
খুচরো ব্যতিক্রম বাদ দিলে, ৪ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের পুরোটাই দেয় ব্যাঙ্কগুলি। কিছু ক্ষেত্রে তার অঙ্ক হতে পারে ৭.৫ লক্ষ। তবে দেশে পড়াশোনার জন্য তার বেশি টাকা চাইলে, খরচের অন্তত ৫ শতাংশ দিতে হবে পকেট থেকে। যাকে ‘মার্জিন মানি’ বলা হয়ে থাকে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে নিজেকে দিতে হবে ১৫ শতাংশ, কিছু ক্ষেত্রে ২০ শতাংশও দিতে হতে পারে। মার্জিন মানি দেওয়ার বিষয়টি অবশ্য ব্যাঙ্ক বিশেষে হেরফের হয়। তবে মার্জিন মানি একসঙ্গে দিতে হয় না। সাধারণত কিস্তিতে ঋণের টাকা দেয় ব্যাঙ্কগুলি। তার সঙ্গে তাল মিলিয়ে মার্জিন মানি গুনতে হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Educational Loan: সন্তানের ভবিষ্যত গড়তে ঋণের প্রয়োজন! ব্যাপক এডুকেশন্যাল লোনের সন্ধান দেশের সেরা ব্যাঙ্কের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement