Digital Payments: নিজে গিয়ে টাকা জমা করার দরকার নেই, দেখে নিন পোস্ট অফিসের সেভিংস স্কিমে ডিজিটাল পেমেন্টের উপায়!

Last Updated:

Digital Payments: এক নজরে দেখে নেওয়া যাক এই আইপিপিবি সেভিংস অ্যাকাউন্ট খোলার উপায়।

নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য সবথেকে ভালো এবং সুরক্ষিত স্কিম (Post Office Scheme) হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে শুধুমাত্র ২ হাজার টাকা বিনিয়োগ করেই নিজেদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব।
নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য সবথেকে ভালো এবং সুরক্ষিত স্কিম (Post Office Scheme) হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে শুধুমাত্র ২ হাজার টাকা বিনিয়োগ করেই নিজেদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব।
#নয়াদিল্লি: পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসে না গিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে তার প্রিমিয়াম জমা দেওয়া সম্ভব। এর জন্য খুলতে হবে একটি আইপিপিবি (IPPB) সেভিংস অ্যাকাউন্ট। এক নজরে দেখে নেওয়া যাক এই আইপিপিবি সেভিংস অ্যাকাউন্ট খোলার উপায়।
স্টেপ ১ - প্রথমেই প্লে স্টোরে (Play Store) গিয়ে সার্চ করতে হবে আইপিপিবি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ।
advertisement
স্টেপ ২ - এর পর সেটি ইনস্টল করতে হবে এবং ডাউনলোড হওয়ার অপেক্ষা করতে হবে।
স্টেপ ৩ - ডাউনলোড হয়ে গেলে ওপেন (Open) অপশনে ক্লিক করে সেই আইপিপিবি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপকে সকল অ্যাকসেস দিতে হবে।
advertisement
স্টেপ ৪ - এর পর ক্লিক করতে হবে 'ওপেন ইওর অ্যাকাউন্ট নাও' (Open Your Account Now) এবং এন্টার করতে হবে মোবাইল নম্বর, প্যান নম্বর সহ সকল তথ্য। এর পর কন্টিনিউ (Continue) অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৫ - এর পর নিজেদের মোবাইল নম্বরে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এন্টার করতে হবে।
স্টেপ ৬ - এর পর আধারের কিউআর কোড স্ক্যান করে নিজেদের আধার নম্বর এন্টার করতে হবে।
স্টেপ ৭ - এর পর 'চেকবক্স' (Checkbox) অপশনে টিক দিয়ে সাবমিট (Submit) অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৮ - এর পর নিজেদের মোবাইল নম্বরে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং 'পার্সোনাল ইনফরমেশন' (Personal Information) অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৯ - এর পর নিজেদের পার্সোনাল ইনফরমেশন এন্টার করে 'সেভ' (Save) অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ১০ - এর পর ক্লিক করতে হবে 'প্যান অ্যান্ড কমিউনিকেসন অ্যাড্রেস' (PAN & Communication Address)। এর পর নিজেদের আয় সম্পর্কে তথ্য এন্টার করতে হবে।
স্টেপ ১১ - এর পর 'সেভ' অপশনে ক্লিক করে পরের পাতা নমিনি ডিটেলসে যেতে হবে।
advertisement
স্টেপ ১২ - এর পর ক্লিক করতে হবে 'অ্যাডিশনাল ইনফরমেশন' (Additional Service)। সেখানে সব তথ্য দিয়ে সেভ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ১৩ - এর পর 'অ্যাকাউন্ট ইনফরমেশনে' (Account Information) ক্লিক করে সকল তথ্য এন্টার করতে হবে।
স্টেপ ১৪ - এর পর 'চেকবক্স' অপশনে টিক দিয়ে 'সেভ' অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ১৫ - এর পর ক্লিক করতে হবে 'কন্টিনিউ' অপশনে।
স্টেপ ১৬ - এর পর নিজেদের মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি এন্টার করতে হবে। এর পর খুলে যাবে নিজেদের ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আইপিপিবি সেভিংস অ্যাকাউন্ট।
advertisement
এই আইপিপিবি সেভিংস অ্যাকাউন্ট থেকেই কাটা হবে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের প্রিমিয়ামের টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Digital Payments: নিজে গিয়ে টাকা জমা করার দরকার নেই, দেখে নিন পোস্ট অফিসের সেভিংস স্কিমে ডিজিটাল পেমেন্টের উপায়!
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement