PF e-Nomination: পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা আজই সেরে নিন এই কাজ, মিলবে ৭ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

PF e-Nomination: কীভাবে করবেন ই-নমিনেশন-

#নয়াদিল্লি: চাকুরিজীবীদের জন্য এই খবরটা জেনে রাখা অ্যতন্ত জরুরি ৷ ইপিএফও তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের একাধিক বিশেষ সুবিধা দিয়ে থাকে ৷ তবে এই সুবিধা নেওয়ার জন্য অ্যাকাউন্ট হোল্ডারদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় ৷ EPF ও EPS (Employee Pension Scheme)এর ক্ষেত্রেও নমিনেশন (PF e-Nomination)করিয়ে রাখা উচিৎ যাতে অসময়ে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে নমিনি সময় মতো ফান্ড পেয়ে যায় ৷
EPFO তাদের সদস্যদের ৭ লক্ষ টাকার জীবন বিমার (Life Insurnace) সুবিধা দিয়ে থাকে ৷ কয়েক মাস আগে EDLI Scheme অনুযায়ী, বিমার টাকা ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ৷ কিন্তু নমিনেশন না করা থাকলে ইনস্যুরেন্স ক্লেম করার প্রসেস বেশ কঠিন হয়ে যায় ৷ তাই দেরি না করে নমিনেশন করিয়ে রাখুন ৷ দেখে নিন অনুলাইনে কীভাবে নমিনেশন (PF e-Nomination) করবেন ৷
advertisement
advertisement
ই-নমিনেশন  (PF e-Nomination) -
এবার অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ই-নমিনেশনের সুবিধা নিয়ে এসেছে ইপিএফও ৷ অনলাইনে নমিনির নাম, জন্মতারিখ সহ একাধিক তথ্য আপডেট করতে পারবেন ৷
advertisement
কীভাবে করবেন ই-নমিনেশন
  • EPFO ওয়েবসাইটে গিয়ে সার্ভিস সেকশনে গিয়ে ফর এমপ্লয়েজে ক্লিক করতে হবে৷
  • এবার মেম্বর UAN/অনলাইন পরিষেবা (ওসিএস/ওটিপি) ক্লিক করতে হবে৷
  • ইউএএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে৷
  • ম্যানেজ ট্যাবে ই-নমিনেশন সিলেক্ট করতে হবে ৷
  • এরপর স্ক্রিনে প্রোভাইড ডিটেলস ট্যাব খুলে যাবে ৷ক্লিক করতে হবে সেভ ৷
  • ফ্যামিলি ডিক্লেয়ারেশন আপডেট করার জন্য ইয়েস-এ ক্লিক করতে হবে ৷
  • এবার অ্যাড ফ্যামিলি ডিটেলসে ক্লিক করে একের বেশি নমিনির নাম অ্যাড করতে পারবেন ৷
  • কোন নমিনির অংশে কত অ্যামাউন্ট আশবে এর জন্য নমিনেশন ডিটেলে ক্লিক করতে হবে ৷ ডিটেল দেওয়া রপর সেভ ইপিএফ নমিনেশনে ক্লিক করতে হবে৷
  • ওটিপি জেনারেট করার জন্য ই-সাইনে ক্লিক করতে হবে ৷ ওটিপি আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নম্বরে পাঠানো হবে ৷
  • ওটিপি-তে নির্ধারিত স্পেসে দিয়ে সাবমিট করতে হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF e-Nomination: পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা আজই সেরে নিন এই কাজ, মিলবে ৭ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement