PF e-Nomination: পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা আজই সেরে নিন এই কাজ, মিলবে ৭ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

PF e-Nomination: কীভাবে করবেন ই-নমিনেশন-

#নয়াদিল্লি: চাকুরিজীবীদের জন্য এই খবরটা জেনে রাখা অ্যতন্ত জরুরি ৷ ইপিএফও তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের একাধিক বিশেষ সুবিধা দিয়ে থাকে ৷ তবে এই সুবিধা নেওয়ার জন্য অ্যাকাউন্ট হোল্ডারদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় ৷ EPF ও EPS (Employee Pension Scheme)এর ক্ষেত্রেও নমিনেশন (PF e-Nomination)করিয়ে রাখা উচিৎ যাতে অসময়ে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে নমিনি সময় মতো ফান্ড পেয়ে যায় ৷
EPFO তাদের সদস্যদের ৭ লক্ষ টাকার জীবন বিমার (Life Insurnace) সুবিধা দিয়ে থাকে ৷ কয়েক মাস আগে EDLI Scheme অনুযায়ী, বিমার টাকা ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ৷ কিন্তু নমিনেশন না করা থাকলে ইনস্যুরেন্স ক্লেম করার প্রসেস বেশ কঠিন হয়ে যায় ৷ তাই দেরি না করে নমিনেশন করিয়ে রাখুন ৷ দেখে নিন অনুলাইনে কীভাবে নমিনেশন (PF e-Nomination) করবেন ৷
advertisement
advertisement
ই-নমিনেশন  (PF e-Nomination) -
এবার অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ই-নমিনেশনের সুবিধা নিয়ে এসেছে ইপিএফও ৷ অনলাইনে নমিনির নাম, জন্মতারিখ সহ একাধিক তথ্য আপডেট করতে পারবেন ৷
advertisement
কীভাবে করবেন ই-নমিনেশন
  • EPFO ওয়েবসাইটে গিয়ে সার্ভিস সেকশনে গিয়ে ফর এমপ্লয়েজে ক্লিক করতে হবে৷
  • এবার মেম্বর UAN/অনলাইন পরিষেবা (ওসিএস/ওটিপি) ক্লিক করতে হবে৷
  • ইউএএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে৷
  • ম্যানেজ ট্যাবে ই-নমিনেশন সিলেক্ট করতে হবে ৷
  • এরপর স্ক্রিনে প্রোভাইড ডিটেলস ট্যাব খুলে যাবে ৷ক্লিক করতে হবে সেভ ৷
  • ফ্যামিলি ডিক্লেয়ারেশন আপডেট করার জন্য ইয়েস-এ ক্লিক করতে হবে ৷
  • এবার অ্যাড ফ্যামিলি ডিটেলসে ক্লিক করে একের বেশি নমিনির নাম অ্যাড করতে পারবেন ৷
  • কোন নমিনির অংশে কত অ্যামাউন্ট আশবে এর জন্য নমিনেশন ডিটেলে ক্লিক করতে হবে ৷ ডিটেল দেওয়া রপর সেভ ইপিএফ নমিনেশনে ক্লিক করতে হবে৷
  • ওটিপি জেনারেট করার জন্য ই-সাইনে ক্লিক করতে হবে ৷ ওটিপি আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নম্বরে পাঠানো হবে ৷
  • ওটিপি-তে নির্ধারিত স্পেসে দিয়ে সাবমিট করতে হবে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF e-Nomination: পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা আজই সেরে নিন এই কাজ, মিলবে ৭ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement