#নয়াদিল্লি: রাতের সময় এটিএম প্রতারণা থেকে গ্রাহকদের বাঁচাতে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ওটিপির মাধ্যমে ক্যাশ তোলার সুবিধা দিয়ে থাকে ৷ পয়লা জানুয়ারি ২০২০ থেকে এই নিয়ম লাগু করা হয়েছিল ৷ নতুন নিয়ম লাগু অনুযায়ী, রাত ৮টা থেকে সকাল ৮ পর্যন্ত এসবিআই এটিএম থেকে ক্যাশ তোলার সময় ওটিপি দিতে হবে ৷ এই সুবিধা লঞ্চ করার সঙ্গে সঙ্গে এসবিআই-এর তরফে গ্রাহকদের এই বিষয়ে জানানো হয়েছে৷
১০ হাজার টাকার বেশি তুললে দিতে হবে ওটিপি- স্টেট ব্যাঙ্কের ওটিপি বেসড উইথড্রয়েল সুবিধা অনুযায়ী, এসবিআই-এর গ্রাহকরা রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার বা তার বেশি টাকা তুললে ওটিপি দিতে হবে ৷ ওটিপি ছাড়া ১০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা ৷
স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে কেবল তাদের ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললেই দিতে হবে ওটিপি ৷ অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে দিতে হবে না ওটিপি ৷
এসবিআই-এর তরফে ট্যুইটে জানানো হয়েছে যে ওটিপি-র মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার নিয়ম ১ জানুয়ারি ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ এই সুবিধার জেরে গ্রাহকদের টাকা সুরক্ষিত থাকবে ৷
কীভাবে কাজ করবে এই সুবিধা?
১. স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার জন্য এবার পিন নম্বরের সঙ্গে দিতে হবে ওটিপি ৷ ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে ৷
২. গ্রাহকদের স্কিমং এবং কার্ড ক্লোনিং থেকে সুরক্ষিত রাখার জন্য এই নিয়ম জারি করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATM Cash Withdrawal, OTP based Cash Withdrawal, SBI, State Bank Of India