পেনশনভোগীদের জন সুখবর! স্টেট ব্যাঙ্ক নিয়ে এল এই বিশেষ পরিষেবা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই ওয়েবসাইটে মিলবে একাধিক বিশেষ পরিষেবা ৷
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে বড় সুখবর ৷ পেনশনভোগীদের জন্য নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে এসবিআই ৷ স্টেট ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন গ্রাহকরা এবার https://www.pensionseva.sbi/ ওয়েবসাইটে গিয়ে নিজেদের পেনশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন ৷
এই ওয়েবসাইটে লগইন করে পেনশন সংক্রান্ত ডিটেলের পাশাপাশি একাধিক সুবিধার লাভ নিতে পারবেন ৷ স্টেট ব্যাঙ্ক দেশের প্রায় ৫৪ লক্ষ পেনশনভোগীদের পরিষেবা দিয়ে থাকে ৷
advertisement
এই ভাবে ব্যবহার করতে পারবেন ওয়েবসাইট -
প্রথমে এই ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন করাতে হবে ৷ এরপর সহজে লগইন করে সহজেই বিভিন্ন পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ সিনিয়র সিটিজেনদের একাধিক কাজ এই ওয়েবসাইটের মাধ্যমে অনেকটাই সহজ হয়ে যাবে ৷ স্টেট ব্যাঙ্ক ট্যুইট করে এই ওয়েবসাইটের বিষয়ে জানিয়েছে ৷
advertisement
ওয়েবসাইটে মিলবে এই বিশেষ পরিষেবা-
স্টেট ব্যাঙ্ক ট্যুইটে জানিয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীরা এরিয়ার ক্যালকুলেশন সিট ডাউনলোড করতে পারবেন ৷ এর পাশাপাশি পেনশন স্লিপ ও ফর্ম ১৬ ও ডাউনলোড করা যাবে ৷ এছাড়া পেনশন প্রোফাইলের ডিটেল,আপনার ইনভেস্টমেন্টের ডিটেল এবং লাইফ সার্টিফিকেটের স্টেপস এর মাধ্যমে চেক করা যেতে পারে ৷ ব্যাঙ্কের মাধ্যমে করা লেনদেন সংক্রান্ত তথ্যও এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন ৷
advertisement
যে কোনও ব্রাঞ্চে জমা করতে পারবেন লাইফ সার্টিফিকেট
এই ওয়েবসাইটে রেজিস্টার হওয়ার পর আপনি একাধিক সুবিধা পেয়ে যাবেন ৷অ্যাকাউন্টে পেনশনের টাকা ক্রেডিট হতেই আপনার ফোনে মেসেজ চলে আসবে ৷ পেনশন স্লিপ মেলের মাধ্যমে পেয়ে যাবেন ৷ এর পাশাপাশি স্টেট ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চে লাইফ সার্টিফিকেট জমা করার সুবিধা দেওয়া হবে ৷
advertisement
হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন
এই ওয়েবসাইট ব্যবহার করার জন্য সিনিয়র সিটিজেনদের কোনও সমস্যায় পড়তে হবে না ৷ এর জন্য স্টেট ব্যাঙ্ক একটি হেল্পলাইন নম্বর জারি করেছে ৷ কোনও সমস্যা হলে একটি স্ক্রিনশট নিয়ে support.pensionseva@sbi.co.in-এ সহজেই ইমেল করে অভিযোগ জানাতে পারবেন ৷
এছাড়া 8008202020 নম্বরে UNHAPPY টাইপ করে এসএমএস-ও পাঠাতে পারবেন ৷ পাশাপাশি ব্যাঙ্কের তরফে 18004253800/1800112211 বা 08026599990 নম্বর জারি করা হয়েছে ৷ এখানে কল করে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2021 8:59 AM IST