New Business Idea: মাত্র ২৫ হাজার পুঁজি নিয়ে মাসে ৫০ হাজার আয়, জানুন এই ব্যবসার খুঁটিনাটি!

Last Updated:

New Business Idea: মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার এমনকী ৫০ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব।

#নয়াদিল্লি: করোনা অতিমারীর জেরে অনেকেই চাকরি হারিয়েছেন। কারও আবার বেতনে কাটছাঁট হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই স্বাধীন ব্যবসার দিকে ঝুঁকছেন। সেই রকমই একটি ব্যবসা হল গাড়ি ধোওয়ার ব্যবসা। শুনতে যতই রাস্তার ধারের ছোট ব্যবসার মত লাগুক না কেন, এই ব্যবসায় লাভ শুনলে চোখ কপালে উঠবে। মাত্র ২৫হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার এমনকি ৫০ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব।
কীভাবে চালু করা যাবে এই ব্যবসা? খুব সহজ। গাড়ি ধোওয়ার একটি মেশিন কিনতে হবে। এই মেশিনের দাম বাজারে ১২ হাজার টাকা থেকে শুরু। পাশাপাশি, কিনতে হবে একটি ৩০ লিটারের ভ্যাকিউম ক্লিনার৷ যার দাম পড়বে ৯ থেকে ১০ হাজার টাকা। এর সঙ্গে ওয়াশিং আইটেম অর্থাৎ শ্যাম্পু, জল, গ্লাভস, টায়ার পালিশ এবং ড্যাশ বোর্ড পালিশ কিনতে হবে। সব মিলিয়ে এর জন্য ১৭০০ টাকা মতো খরচ হতে পারে।
advertisement
advertisement
এই বিষয়গুলি মাথায় রাখতে হবে: তবে গাড়ি ওয়াশিং সেন্টার খুলতে প্রথমে একটা ভালো জায়গা বাছতে হবে। এটা বাজারের কাছে বা গাড়ি সংক্রান্ত জিনিসপত্র বিক্রি হয়, এমন জায়গায় হলে সবচেয়ে ভালো। কারণ সেখানে মানুষের আনাগোনা বেশি হবে। তবে দোকান নেওয়ার সময় এটাও মাথায় রাখতে হবে, যেন গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে। তবে দোকানের জন্য নিজের জায়গা থাকলে সবচেয়ে ভালো। অনেক খরচা বেঁচে যাবে। গাড়ি সারাইয়ের জন্য অর্ধেকটা ভাড়া দিয়ে বাকি অর্ধেক জায়গায় গাড়ি ধোওয়ার কাজ শুরু করা যায়।
advertisement
লাভ কীভাবে হবে? অতিমারি পরবর্তী সময়ে গাড়ি অনেক নাগরিকের কাছেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হয়ে উঠেছে৷ এছাড়া গাড়ি স্টাইল স্টেটমেন্ট তো বটেই। কিন্তু এটাও মনে রাখতে হবে, সবাই গাড়ি কিনলেও এই জেট যুগে গাড়ি পরিষ্কার করার সময় অনেকের হাতেই নেই। তাঁদের দরকার এমন কাউকে যারা গাড়ি ধোওয়ার ব্যবসা চালান। এমনিতে গাড়ি ধোওয়ার খরচ নির্ভর করে শহরের উপর। ছোট শহরগুলিতে অল্টো, ওয়াগনার, কুইড-এর মতো ছোট গাড়ি ধুতে ১৫০ টাকা চার্জ করা হয়। কিন্তু বড় শহরেই তা বেড়ে হয়ে যায় ২৫০ টাকা। সুইফট ডিজায়ার, হুন্ডাই ভার্নার মতো বড় গাড়ি ধুতে ছোট শহরে ৩৫০ টাকা চার্জ নেয়। বড় শহরে তা প্রায় ৪৫০ টাকা।
advertisement
এখন যদি সর্বনিম্ন ২৫০ টাকার চার্জে ১০টা করেও গাড়ি ধোওয়া যায়, সেক্ষেত্রে রোজগার দাঁড়াবে ২৫০০ টাকা প্রতিদিন হিসাবে। মাসিক রোজগার তাহলে প্রায় লাখ টাকার সমান৷ অর্থাৎ এই ব্যবসায় ব্যবসায়িক খরচের দশগুণ বেশি লাভ করা সম্ভব।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: মাত্র ২৫ হাজার পুঁজি নিয়ে মাসে ৫০ হাজার আয়, জানুন এই ব্যবসার খুঁটিনাটি!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement