Gold Price Today : সস্তা হল সোনা-রুপো, এখুনি চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম

Last Updated:

Gold Price Today : ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম কমলেও গ্লোবাল মার্কেটে হু হু করে বেড়ে চলেছে দাম ৷

#নয়াদিল্লি: বিশ্ব বাজারে ওঠা-নামার জেরে বুধবার সোনা ও রুপোর দামে পতন দেখা গেল ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনালি ধাতুর নামে সামান্য পতন দেখা গিয়েছে ৷
এমসিএক্সে এদিন সকাল ৯.১০ মিনিটে সোনার দাম ৮ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,৩৭১ হয়ে গিয়েছে ৷ এই রেট কেবল ২৪ ক্যারেট শুদ্ধতা সোনার, রুপোর দামেও বদল দেখা গিয়েছে ৷ এমসিএক্সে ৭৮ টাকা দাম কমে প্রতি কিলোতে রুপোর দাম হয়েছে ৬৭,৬১৪ টাকা ৷ গত কয়েকদিনে রুপোর দাম ৬৮ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
বিশ্ব বাজারে দাম বাড়ছে সোনার-
ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম কমলেও গ্লোবাল মার্কেটে হু হু করে বেড়ে চলেছে দাম ৷ নিউইর্য়কের বাজারে সোনার দাম ০.০৩১ শতাংশ বেড়ে ১৯২২.২৮ ডলার প্রতি আউন্স হিসেবে বিক্রি হচ্ছে ৷ একই ভাবে রুপোর দাম ০.১৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২৪.৮৪ ডলার হয়ে গিয়েছে ৷
advertisement
দু’দিনে ৮ ডলার সস্তা হয়েছে সোনা-
গ্লোবাল মার্কেটে সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ দু’দিন আগে সোনার দাম প্রতি আউন্সে ১৯৩০.৫০ ডলার ছিল ৷ এখন যার দাম ৮ ডলার কমে গিয়েছে ৷ রুপোর দাম দু’দিন আগে প্রতি আউন্সে ২৫.৩৫ ডলার ছিল যা থেকে এখন ০.৭৫ ডলার দাম কমেছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাজারে দাম আরও কমলে লাভবান হবেন ভারতীয় গ্রাহকরা ৷
advertisement
বিশেষজ্ঞদের অনুমান-
বাজার বিশেষজ্ঞদের অনুমান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ শেষ হওয়ার পর সোনার দামে বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রাশিয়ার কাছেও সোনার বড় ভান্ডার রয়েছে এবং সেটা বিশ্ব বাজারে বিক্রি করতে চাইছে রাশিয়া ৷ এই সোনা বাজারে এসে গেলে সাপ্লাই বেড়ে যাবে এবং দামে বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : সস্তা হল সোনা-রুপো, এখুনি চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement