#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলির তরফে বুধবার নিয়ে লাগাতার দ্বিতীয় দাম বৃদ্ধি করা হল পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Prices) ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম ৮০ পয়সা প্রতি লিটার, মুম্বইয়ে ৮৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷
সরকারি তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, গ্লোবাল মার্কেটে অপরিশোধিত তেলের দাম লাগাতার বাড়তে থাকায় তাদের উপরে চাপ পড়ছে ৷ এর জন্য দাম বাড়নো প্রয়োজনীয় হয়ে পড়েছিল ৷ এই কারণের জেরে পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার দু’দিন বাড়ানো হল ৷ দিল্লিতে ডিজেলের দামও ৮০ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৮.২৭ টাকা হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খবর,ভুল করেও এই পদে কাজের জন্য আবেদন করবেন না
চলতি সপ্তাহে লাগাতার দাম বাড়বে জ্বালানির
সূত্রের খবর অনুযায়ী, বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের বেশি হয়ে গিয়েছে ৷ দেশের সরকারি তেল সংস্থাগুলিকে আগের থেকে বেশি দাম দিয়ে তেল কিনতে হচ্ছে ৷ ফলে দেশের বাজারে জ্বালানির দাম না বাড়ালে বড় লোকসানের মুখে পড়তে হচ্ছে তেল সংস্থাগুলিকে ৷ তেল সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি লিটারে ১২ টাকা করে বাড়ানো হলে লোকসানের ক্ষতিপূরণ করা সম্ভব হবে ৷
আরও পড়ুন: বিনিয়োগ ন্যূনতম, এই তিন ব্যবসায় লাভ-ই লাভ!
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
প্রতিদিন সকাল ৬টায় জারি করা হয় পেট্রোল ও ডিজেলের দাম
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: জোম্যাটো, পেটিএমের শেয়ার পাননি? শাপে বর হয়েছে, এখন মিলছে বিপুল ছাড়!
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol And Diesel Price, Petrol and Diesel Price In Kolkata