জোম্যাটো, পেটিএমের শেয়ার পাননি? শাপে বর হয়েছে, এখন মিলছে বিপুল ছাড়!

Last Updated:

যদি বিনিয়োগকারীরা মনে করেন, ভবিষ্যতে দাম বাড়ার সুযোগ রয়েছে, তাহলে শেয়ার কেনার এটাই সুবর্ণ সুযোগ।

#নয়াদিল্লি: সম্প্রতি বাজারে আইপিও ছেড়েছিল জোম্যাটো, পেটিএম, পলিসিবাজার, কারট্রেড এবং নায়কা। সেই সময় অনেকেই এই সমস্ত কোম্পানির শেয়ার কিনতে না পেরে মন খারাপ করেছিলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাপে বর হয়েছে। কারণ বাজারে খুব একটা সুবিধা করতে পারেনি এদের শেয়ার। ফলে দাম পড়েছে। বর্তমানে বিশাল ছাড়ে মিলছে এই সব কোম্পানির শেয়ার। যদি বিনিয়োগকারীরা মনে করেন, ভবিষ্যতে দাম বাড়ার সুযোগ রয়েছে, তাহলে শেয়ার কেনার এটাই সুবর্ণ সুযোগ। নাইকা ছাড়া অন্যান্য কোম্পানির শেয়ারের দাম ইস্যু মূল্যেরও নীচে নেমে গিয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে বাজারে আইপিও ছেড়েছিল পেটিএম। দাম রাখা হয়েছিল ২১৫০ টাকা। ১৮ নভেম্বর এটা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কিন্তু ২ থেকে ৩ মাসের মধ্যে এর দাম নেমে আসে ১৫৬০ টাকায়। যা ইস্যু মূল্যেরও কম। গত ১৬ মার্চ এই স্টকটি ৬৩৪.৮০ টাকায় বন্ধ হয়েছে। অর্থাৎ গত কয়েকমাসে এই স্টকের দাম কমেছে ৫৯ শতাংশেরও বেশি।
advertisement
advertisement
জোম্যাটো ৪০ শতাংশ ‘ছাড়’ দিচ্ছে: অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো গত বছরের জুলাইয়ে আইপিও ছাড়ে। ২৬ জুলাই ১২৬ টাকায় এই শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হয়। কিন্তু তারপর থেকে একবারও মাথা তুলতে পারেনি জোম্যাটোর শেয়ার। বর্তমানে এর দাম যাচ্ছে ৭৬ টাকা। তালিকাভুক্তির পর থেকে ৪০ শতাংশ দাম কমেছে। এখন কেউ এই স্টক কিনতে চাইলে দারুণ সুযোগ।
advertisement
পিবি টেক কমেছে ৪২ শতাংশ: পলিসিবাজারের শেয়ার গত বছরের নভেম্বরে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর মূল কোম্পানি পিবি ফিনটেক আইপিওতে ৯৮০ টাকা শেয়ারের মূল্য নির্ধারণ করেছিল। স্টকটি ১৫ নভেম্বর ১২০২ টাকায় তালিকাভুক্ত হয়। কিন্তু তারপর থেকে শুধুই পতন। ১৬ মার্চ এর দাম দাঁড়িয়েছে ৭০১ টাকা। এইভাবে, তালিকাভুক্তির পর থেকে এই স্টকের মূল্য প্রায় ৪২ শতাংশ কমেছে। বর্তমানে এটি আইপিওর চেয়েও সস্তায় পাওয়া যাচ্ছে।
advertisement
৬২ শতাংশ কমেছে কারট্রেড: কারট্রেড টেক গত বছরের আগস্টে আইপিও চালু করেছিল। আইপিওতে শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৬১৮ টাকা। ২০ আগস্ট, এই স্টকটি স্টক এক্সচেঞ্জে প্রায় ১৫৮০ টাকায় তালিকাভুক্ত হয়েছিল। এই মুহূর্তে এর দাম চলছে ৫৬২.২৫ টাকা। অর্থাৎ তালিকাভুক্তির পর থেকে এর দাম কমেছে ৬২ শতাংশের বেশি।
advertisement
নাইকা-র শেয়ার তালিকামূল্যের কাছাকাছি: গত বছরের অক্টোবরে বাজারে আইপিও আনে নাইকা। ১১ নভেম্বর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। দাম নির্ধারণ হয় ১১২৫ টাকা। তালিকাভুক্তির পরই চমক দেখাতে শুরু করে নাইকা। প্রথম দিনই বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ হয়। কিন্তু তারপরই ঝিমিয়ে পড়ে এর শেয়ার। দাম কমে যায় ৩২ শতাংশ।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জোম্যাটো, পেটিএমের শেয়ার পাননি? শাপে বর হয়েছে, এখন মিলছে বিপুল ছাড়!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement