LPG Price : বাড়ির রান্নার গ্যাসের দাম বৃদ্ধির মধ্যে দাম কমল Commercial Cylinder-এর, দেখে নিন নতুন রেট

Last Updated:

LPG Price : দেখে নিন কলকাতায় কত হল কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম-

#নয়াদিল্লি: তেল সংস্থাগুলি ১৪.২ কিলোগ্রাম বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম প্রায় ৫ মাস পর ৫০ টাকা বাড়ানো হল ৷ তবে অন্যদিকে, গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়ে ১৯ কিলোর কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম সামান্য কমানো হয়েছে ৷ তেল সংস্থাগুলির তরফে কর্মাশিয়াল সিলিন্ডারে ৯ টাকা কমানো হয়েছে ৷ এর জেরে ১৯ কিলোর সিলিন্ডারের দাম ২০১২ টাকা থেকে কমে ২০০৩ টাকা হয়ে গিয়েছে ৷
কর্মাশিয়াল সিলিন্ডারের দাম কলকাতায় ২০৯৫ টাকা থেকে ৮ টাকা কমে ২০৮৭ টাকা হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে এর দাম প্রায় ৯ টাকা কমে ১৯৫৪.৫০ টাকা হয়েছে ৷ সামান্য দাম কমে চেন্নাইয়ে এবার কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডার ২১৩৭.৫০ টাকায় পাওয়া যাচ্ছে ৷
advertisement
advertisement
দিল্লিতে ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৯০৭ টাকা, কলকাতায় ১৯৮৭ টাকা ও মুম্বইয়ে ১৮৫৭ টাকা এবং চেন্নাইয়ে ২০৪০ টাকা ছিল ৷ বছরের প্রথম দিন দিল্লিতে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৯৯৮.৫০ টাকা, মুম্বইয়ে ২০৭৬ টাকা, কলকাতায় ১৯৪৮.৫০ টাকা, চেন্নাইয়ে ২১৩১ টাকা ছিল ৷
advertisement
সরকারি তেল সংস্থাগুলি মঙ্গলবার এলপিজি সিলিন্ডারের নয়া রেট জারি করেছে ৷ নতুন রেট অনুযায়ী সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বেড়েছে ৷ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পর মঙ্গলবার ২২ মার্চ দিল্লিতে ১৪ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের ৯৪৯.৫ টাকা হয়েছে ৷ আগে যা ৮৯৯.৫০ টাকা ছিল ৷ দিল্লি ছাড়া অন্যান্য মহানগরেও এলপিজি-র দাম বদল করা হয়েছে ৷ কলকাতায় ৯২৬ টাকা থেকে বেড়ে ৯৭৬ টাকা হয়ে গিয়েছে ৷ লখনউতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখন ৯৮৭.৫ টাকা হয়ে গিয়েছে ৷ পটনাতে ৯৯৮ টাকা থেকে বেড়ে গ্যাসের দাম ১০৩৯.৫ টাকা হয়েছে ৷
advertisement
৫ ও ১০ কিলোগ্রামের সিলিন্ডারের দামও বেড়ে গিয়েছে
তেল সংস্থাগুলি না কেবল বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, বরং ৫ কিলোগ্রাম ও ১০ কিলোগ্রামের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ৷ এখন ৫ কিলোর এলপিজি সিলিন্ডার ৩৪৯ টাকা ও ১০ কিলোর সিলিন্ডারের ৬৬৯ টাকায় মিলবে ৷ শুধু তাই নয় ১৯ কিলোর কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম এখন প্রায় ২০০৩.৫০ টাকা হয়ে গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Price : বাড়ির রান্নার গ্যাসের দাম বৃদ্ধির মধ্যে দাম কমল Commercial Cylinder-এর, দেখে নিন নতুন রেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement