Bank Strike : শীঘ্রই মিটিয়ে নিন ব্যাঙ্কের জরুরি কাজ, এক সপ্তাহে লাগাতার ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Last Updated:

Bank Strike : ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যার মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে শীঘ্রই সেরে নিন ৷ চলতি মাসের শেষ সপ্তাহে লাগাতার চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ বিভিন্ন কর্মচারী সংগঠনের (Various Employees Unions Strike) তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক ইউনিয়নের ধর্মঘটের জেরে ব্যাঙ্কিং পরিষেবার উপরে প্রভাব পড়তে চলেছে ৷ ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ায়  সমস্যার মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে ৷
ব্যাঙ্ক ইউনিয়নের তরফে ২৮ ও ২৯ মার্চ (সোমবার ও মঙ্গলবার) ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ তার আগে ২৬ ও ২৭ শনিবার (মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে) ও রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ফলে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
advertisement
IBA এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের বেসরকারিকরণের  প্রতিবাদে ও অন্যান্য একাধিক দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI) এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA) নোটিস জারি করে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের বিষয়ে জানিয়েছে ৷ স্বাভাবিক ভাবেই ধর্মঘটের জেরে ব্যাঙ্কের কাজ কিছুটা হলেও প্রভাবিত হতে চলেছে ৷
advertisement
এপ্রিলে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
এপ্রিলে ব্যাঙ্কের একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তাই ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ থাকলে মার্চ মাসেই সেটা মিটিয়ে নিন ৷ আগামী মাসে প্রায় ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্কের ৷ আরবিআই-এর তরফে এপ্রিল ২০২২ এর জন্য ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করে দেওয়া হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Strike : শীঘ্রই মিটিয়ে নিন ব্যাঙ্কের জরুরি কাজ, এক সপ্তাহে লাগাতার ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement