SpiceJet: পিছিয়ে নেই স্পাইসজেটও, সেপ্টেম্বরে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল রুটে ৩৮টি নতুন ফ্লাইট চালু করল বিমানসংস্থা

Last Updated:

SpiceJet launches 38 new Flights: স্পাইসজেটের বিশাখাপাত্তনম থেকে মুম্বই পর্যন্ত বিমানের উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷

কলকাতা: করোনা পরিস্থিতি দেশে কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ডোমেস্টিক রুটে যাত্রীবাহী বিমান পরিষেবার সংখ্যা ফের ভালোমতোই বেড়েছে ৷ অধিকাংশ বিমানসংস্থাই দেশের মধ্যে বিভিন্ন রুটে নিজেদের উড়ান সংখ্যা চলতি সেপ্টেম্বর মাসে বাড়িয়েছে ৷ সেই তালিকার মধ্যে রয়েছে স্পাইসজেটও (SpiceJet) ৷
চলতি মাসে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল সেক্টর মিলিয়ে মোট ৩৮টি নতুন ফ্লাইট পরিষেবা চালু করেছে স্পাইসজেট (SpiceJet launches 38 new Flights) ৷ যা অবশ্যই দারুণ খবর ৷ করোনার জেরে ধুঁকতে থাকা বিমান শিল্পকে গতি দিতে স্পাইসজেটের এই পদক্ষেপ অবশ্যই স্বস্তি দেবে ৷
advertisement
advertisement
স্পাইসজেটের বিশাখাপাত্তনম থেকে মুম্বই (Visakhapatnam to Mumbai) পর্যন্ত বিমানের উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ এর পাশাপাশি ইন্টারন্যাশনাল রুটে দিল্লি থেকে মলদ্বীপ পর্যন্ত নতুন নন-স্টপ ফ্লাইটও চালু করেছে স্পাইসজেট ৷ তালিকায় রয়েছে উদয়পুর থেকে চেন্নাইয়ের বিমানও ৷ বিমানসংস্থা সূত্রে খবর, সপ্তাহে তিনবার চলবে এই ফ্লাইট ৷
advertisement
স্পাইসজেট যে সমস্ত নতুন রুটে তাদের বিমান পরিষেবা চালু করেছে, সেগুলি হল, বেঙ্গালুরু-বারাণসী-বেঙ্গালুরু, মুম্বই-জয়পুর-মুম্বই, মুম্বই-ঝাড়সুগাদা-মুম্বই, চেন্নাই-পুণে-চেন্নাই, চেন্নাই-জয়পুর-চেন্নাই এবং চেন্নাই-বারাণসী-চেন্নাই ৷
advertisement
এর পাশাপাশি যে সমস্ত রুটে স্পাইসজেটের বিমান সংখ্যা আরও বাড়ানো হয়েছে, সেগুলি হল বেঙ্গালুরু-দিল্লি-বেঙ্গালুরু, মুম্বই-কিষাণগড় (আজমেঢ়)-মুম্বই, বেঙ্গালুরু-ম্যাঙ্গালোর-বেঙ্গালুরু, মুম্বই-দিল্লি-মুম্বই, চেন্নাই-গোয়া-চেন্নাই, আহমেদাবাদ-গোয়া-আহমেদাবাদ, গোয়া-দিল্লি-গোয়া, পটনা-আহমেদাবাদ-পটনা এবং দিল্লি-পটনা-দিল্লি ৷
দুবাইয়ের জন্য মুম্বই, দিল্লি, আহমেদাবাদ, কোচি, কোঝিকোড়, অমৃতসর এবং ম্যাঙ্গালোর থেকে পরিষেবা পুনরায় চালু করেছে স্পাইসজেট ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SpiceJet: পিছিয়ে নেই স্পাইসজেটও, সেপ্টেম্বরে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল রুটে ৩৮টি নতুন ফ্লাইট চালু করল বিমানসংস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement