কলকাতা: করোনা পরিস্থিতি দেশে কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ডোমেস্টিক রুটে যাত্রীবাহী বিমান পরিষেবার সংখ্যা ফের ভালোমতোই বেড়েছে ৷ অধিকাংশ বিমানসংস্থাই দেশের মধ্যে বিভিন্ন রুটে নিজেদের উড়ান সংখ্যা চলতি সেপ্টেম্বর মাসে বাড়িয়েছে ৷ সেই তালিকার মধ্যে রয়েছে স্পাইসজেটও (SpiceJet) ৷
চলতি মাসে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল সেক্টর মিলিয়ে মোট ৩৮টি নতুন ফ্লাইট পরিষেবা চালু করেছে স্পাইসজেট (SpiceJet launches 38 new Flights) ৷ যা অবশ্যই দারুণ খবর ৷ করোনার জেরে ধুঁকতে থাকা বিমান শিল্পকে গতি দিতে স্পাইসজেটের এই পদক্ষেপ অবশ্যই স্বস্তি দেবে ৷
আরও পড়ুন- IndiGo: সেপ্টেম্বরে ৩৮টি নতুন রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে ইন্ডিগো, দেখে নিন তালিকা
স্পাইসজেটের বিশাখাপাত্তনম থেকে মুম্বই (Visakhapatnam to Mumbai) পর্যন্ত বিমানের উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ এর পাশাপাশি ইন্টারন্যাশনাল রুটে দিল্লি থেকে মলদ্বীপ পর্যন্ত নতুন নন-স্টপ ফ্লাইটও চালু করেছে স্পাইসজেট ৷ তালিকায় রয়েছে উদয়পুর থেকে চেন্নাইয়ের বিমানও ৷ বিমানসংস্থা সূত্রে খবর, সপ্তাহে তিনবার চলবে এই ফ্লাইট ৷
স্পাইসজেট যে সমস্ত নতুন রুটে তাদের বিমান পরিষেবা চালু করেছে, সেগুলি হল, বেঙ্গালুরু-বারাণসী-বেঙ্গালুরু, মুম্বই-জয়পুর-মুম্বই, মুম্বই-ঝাড়সুগাদা-মুম্বই, চেন্নাই-পুণে-চেন্নাই, চেন্নাই-জয়পুর-চেন্নাই এবং চেন্নাই-বারাণসী-চেন্নাই ৷
Congrats #Visakhapatnam on launch of direct flights from #Visakhapatnam to #Mumbai. It was inaugurated by Shri. @JM_Scindia, Hon'ble Union Minister of Civil Aviation and Shri. @Gen_VKSingh, Minister of State for Civil Aviation of India with our CMD. Mr. #AjaySingh. pic.twitter.com/lZ3QYDO9W8
— SpiceJet (@flyspicejet) September 15, 2021
এর পাশাপাশি যে সমস্ত রুটে স্পাইসজেটের বিমান সংখ্যা আরও বাড়ানো হয়েছে, সেগুলি হল বেঙ্গালুরু-দিল্লি-বেঙ্গালুরু, মুম্বই-কিষাণগড় (আজমেঢ়)-মুম্বই, বেঙ্গালুরু-ম্যাঙ্গালোর-বেঙ্গালুরু, মুম্বই-দিল্লি-মুম্বই, চেন্নাই-গোয়া-চেন্নাই, আহমেদাবাদ-গোয়া-আহমেদাবাদ, গোয়া-দিল্লি-গোয়া, পটনা-আহমেদাবাদ-পটনা এবং দিল্লি-পটনা-দিল্লি ৷
দুবাইয়ের জন্য মুম্বই, দিল্লি, আহমেদাবাদ, কোচি, কোঝিকোড়, অমৃতসর এবং ম্যাঙ্গালোর থেকে পরিষেবা পুনরায় চালু করেছে স্পাইসজেট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SpiceJet