SpiceJet: পিছিয়ে নেই স্পাইসজেটও, সেপ্টেম্বরে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল রুটে ৩৮টি নতুন ফ্লাইট চালু করল বিমানসংস্থা

Last Updated:

SpiceJet launches 38 new Flights: স্পাইসজেটের বিশাখাপাত্তনম থেকে মুম্বই পর্যন্ত বিমানের উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷

কলকাতা: করোনা পরিস্থিতি দেশে কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ডোমেস্টিক রুটে যাত্রীবাহী বিমান পরিষেবার সংখ্যা ফের ভালোমতোই বেড়েছে ৷ অধিকাংশ বিমানসংস্থাই দেশের মধ্যে বিভিন্ন রুটে নিজেদের উড়ান সংখ্যা চলতি সেপ্টেম্বর মাসে বাড়িয়েছে ৷ সেই তালিকার মধ্যে রয়েছে স্পাইসজেটও (SpiceJet) ৷
চলতি মাসে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল সেক্টর মিলিয়ে মোট ৩৮টি নতুন ফ্লাইট পরিষেবা চালু করেছে স্পাইসজেট (SpiceJet launches 38 new Flights) ৷ যা অবশ্যই দারুণ খবর ৷ করোনার জেরে ধুঁকতে থাকা বিমান শিল্পকে গতি দিতে স্পাইসজেটের এই পদক্ষেপ অবশ্যই স্বস্তি দেবে ৷
advertisement
advertisement
স্পাইসজেটের বিশাখাপাত্তনম থেকে মুম্বই (Visakhapatnam to Mumbai) পর্যন্ত বিমানের উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ এর পাশাপাশি ইন্টারন্যাশনাল রুটে দিল্লি থেকে মলদ্বীপ পর্যন্ত নতুন নন-স্টপ ফ্লাইটও চালু করেছে স্পাইসজেট ৷ তালিকায় রয়েছে উদয়পুর থেকে চেন্নাইয়ের বিমানও ৷ বিমানসংস্থা সূত্রে খবর, সপ্তাহে তিনবার চলবে এই ফ্লাইট ৷
advertisement
স্পাইসজেট যে সমস্ত নতুন রুটে তাদের বিমান পরিষেবা চালু করেছে, সেগুলি হল, বেঙ্গালুরু-বারাণসী-বেঙ্গালুরু, মুম্বই-জয়পুর-মুম্বই, মুম্বই-ঝাড়সুগাদা-মুম্বই, চেন্নাই-পুণে-চেন্নাই, চেন্নাই-জয়পুর-চেন্নাই এবং চেন্নাই-বারাণসী-চেন্নাই ৷
advertisement
এর পাশাপাশি যে সমস্ত রুটে স্পাইসজেটের বিমান সংখ্যা আরও বাড়ানো হয়েছে, সেগুলি হল বেঙ্গালুরু-দিল্লি-বেঙ্গালুরু, মুম্বই-কিষাণগড় (আজমেঢ়)-মুম্বই, বেঙ্গালুরু-ম্যাঙ্গালোর-বেঙ্গালুরু, মুম্বই-দিল্লি-মুম্বই, চেন্নাই-গোয়া-চেন্নাই, আহমেদাবাদ-গোয়া-আহমেদাবাদ, গোয়া-দিল্লি-গোয়া, পটনা-আহমেদাবাদ-পটনা এবং দিল্লি-পটনা-দিল্লি ৷
দুবাইয়ের জন্য মুম্বই, দিল্লি, আহমেদাবাদ, কোচি, কোঝিকোড়, অমৃতসর এবং ম্যাঙ্গালোর থেকে পরিষেবা পুনরায় চালু করেছে স্পাইসজেট ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SpiceJet: পিছিয়ে নেই স্পাইসজেটও, সেপ্টেম্বরে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল রুটে ৩৮টি নতুন ফ্লাইট চালু করল বিমানসংস্থা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement