৮ ঘণ্টা বসে থাকলেই ১ লাখ টাকা! এই সংস্থার অভিনব প্রতিযোগিতায় নাম লেখান আজই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Win INR 1 lakh by doing absolutely nothing: ‘সিট গেম’ নিয়ে বেঙ্গালুরু জুড়ে ইতিমধ্যেই ‘আউট অফ হোম’ ক্যাম্পেন শুরু করেছে কোম্পানি। শহর জুড়ে পড়েছে পোস্টার। ‘সিট গেম’-এর ব্যানার গায়ে জড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে বাস, ভ্যান। তাতে লেখা চমকপ্রদ সব ট্যাগলাইন, “আপনি যাতে শুধু বসে বসেই ১ লাখ টাকা উপার্জন করতে পারেন তার জন্য এই ভ্যানের পিছনে পয়সা খরচ করেছি আমরা।“
বেঙ্গালুরু: টানা ৮ ঘণ্টা চেয়ারে বসে থাকতে হবে। তাহলেই হাতেগরম মিলবে ১ লাখ টাকা। এমনই অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে স্লিপ এবং লাইফস্টাইল ব্র্যান্ড স্লিপিহেড। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘সিট গেমস’।
আগামী ৫ এপ্রিল বেঙ্গালুরুতে স্লিপিহেডের করামঙ্গলা স্টোরে বসছে প্রতিযোগিতার আসর। চেয়ারে গা এলিয়ে বসবেন প্রতিযোগিরা। তবে শর্ত একটাই, টানা ৮ ঘণ্টা বসে থাকতে হবে। উঠে দাঁড়ানো চলবে না। তাহলেই মিলবে লাখপতি হওয়ার সুযোগ।
advertisement
বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতে বসলে কখন যে রাতকাবার হয়ে যায় খেয়াল থাকে না। যেন এই ভাবনাকেই প্রতিযোগিতার মোড়কে নিয়ে এসেছে স্লিপিহেড। প্রতিযোগিতা পরিচালনা করবেন বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর @bekarobar।
advertisement
‘সিট গেম’ নিয়ে বেঙ্গালুরু জুড়ে ইতিমধ্যেই ‘আউট অফ হোম’ ক্যাম্পেন শুরু করেছে কোম্পানি। শহর জুড়ে পড়েছে পোস্টার। ‘সিট গেম’-এর ব্যানার গায়ে জড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে বাস, ভ্যান। তাতে লেখা চমকপ্রদ সব ট্যাগলাইন, “আপনি যাতে শুধু বসে বসেই ১ লাখ টাকা উপার্জন করতে পারেন তার জন্য এই ভ্যানের পিছনে পয়সা খরচ করেছি আমরা।“
advertisement

রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। পোস্টারেই রয়েছে কিউআর কোড। সেটা স্ক্যান করেই নিজের নাম রেজিস্টার করতে পারবেন প্রতিযোগিরা। এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট mysleepyhead.com – এ গিয়েও নিজের নাম নথিভুক্ত করা যাবে।
advertisement
স্লিপিহেড এমন এক ব্র্যান্ড, যা আধুনিক তরুণ প্রজন্মের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে তৈরি হয়েছে। বেড, ম্যাট্রেস, সোফা, টেবিল, আসবাব – সবকিছুতেই রয়েছে স্টাইলিশ ডিজাইন ও আরামের নিখুঁত সংমিশ্রণ। ডুরোফ্লেক্স গ্রুপের চিফ মার্কেটিং অফিসার উল্লাস বিজয় বলেন, “স্লিপিহেড-কে আমরা সেই ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছি যা ইয়ং ইন্ডিয়ার চাহিদা বুঝতে সক্ষম।“
advertisement
‘সিট গেম’ নিয়েও উচ্ছ্বসিত উল্লাস। তাঁর কথায়, “আরাম যেন জীবনযাপনের সঙ্গে খাপ খায়। তরুণ প্রজন্ম ‘চিল’ করতে ভালবাসে। সিট গেমসে বিশ্রাম নেওয়াকেই শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই কারণেই পুরস্কার দেব আমরা। বিশ্রাম নেওয়ার মধ্যেও যেন মজা থাকে, সেটাই এই প্রতিযোগিতার লক্ষ্য। নিছক বসে বসে সময় উপভোগ করেও কেউ সাফল্য পেতে পারে।“
advertisement
তাহলে আপনি কী প্রস্তুত? যদি মনে করেন, ৮ ঘণ্টা চেয়ারে বসে থাকা আপনার ‘বাঁয়ে হাত কা খেল’, তাহলে আর দেরি কেন? কিউআর কোড স্ক্যান করুন আর রেজিস্ট্রেশন করুন সিট গেমসে। কে বলতে পারে, আপনিই হয়ত জিতে গেলেন ১ লাখ টাকা!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 5:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৮ ঘণ্টা বসে থাকলেই ১ লাখ টাকা! এই সংস্থার অভিনব প্রতিযোগিতায় নাম লেখান আজই