Prabhas: তাহলে কি হায়দরাবাদের জামাই হতে চলেছেন সুপারস্টার প্রভাস? কোন সুন্দরীর গলায় মালা দিতে চলেছেন? গোপন রহস্য ফাঁস হয়েই গেল
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
‘বাহুবলী’ ছবির জন্য প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এসব একদিকে রাখলেও প্রভাস কাকে বিয়ে করবেন, সেটা নিয়ে চর্চা সব সময় থাকে তুঙ্গে।
রুপোলি দুনিয়ার তারকাদের ব্যক্তিগত জীবন যেন সব সময়ই সোশ্যাল মিডিয়ার গরমাগরম আলোচ্য বিষয়। বিশেষ করে তারকাদের প্রেম এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে চর্চা যেন চলতেই থাকে। আর টলিউড তথা তেলুগু ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে অন্যতম হলেন সুপারস্টার প্রভাস। আর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা ভক্তমহলে লেগেই থাকে। আর অভিনেতার বিয়ের বিষয় হলে তো কথাই নেই!
advertisement
কৃষ্ণম রাজুর উত্তরাধিকারী হিসেবে রুপোলি পর্দায় পদার্পণ করেছেন প্রভাস। আর নিজের অভিনয় দক্ষতার জোরে তিনি ধীরে ধীরে নিজের একটা দারুণ ভাবমূর্তি তৈরি করেছেন। অচিরেই তিনি ভারতীয় সুপারস্টার হয়ে উঠেছেন। সারা বিশ্বে জুড়েই রয়েছেন তাঁর অনুরাগী। ‘বাহুবলী’ ছবির জন্য প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এসব একদিকে রাখলেও প্রভাস কাকে বিয়ে করবেন, সেটা নিয়ে চর্চা সব সময় থাকে তুঙ্গে।
advertisement
মধ্য চল্লিশের এই অভিনেতা এখনও টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। তিনি এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। ফলে তিনি কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন, সেটা জানার জন্য অধীর আগ্রহে উদগ্রীব হয়ে উঠেছেন ভক্তরাও। তবে টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে যে, প্রেমে পড়েছেন প্রভাস। কিন্তু কে সেই রহস্যময়ী। শোনা যাচ্ছে যে, অভিনেত্রী অনুষ্কার সঙ্গে গোপনে প্রেম করছেন অভিনেতা। আর এই খবরই ছড়িয়ে পড়েছে।
advertisement
এমনকী, এই খবরও শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস আর অনুষ্কা। যদিও এই খবর সম্পূর্ণ রূপে নস্যাৎ করে দু’জনেই জানিয়েছেন যে, এমন কিছুই নেই। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের খবর আসা যেন থামছেই না। ইতিমধ্যেই রেবেল স্টার ফ্যামিলি-র তরফে একটি বড়সড় গোপন তথ্য সম্প্রতি সামনে এসেছে। শোনা যাচ্ছে যে, প্রভাসের বিয়ে পাকা হয়েছে। আর গোটা বিষয়টিকেই গোপন রাখা হচ্ছে।
advertisement
যদিও এটাও বলা হচ্ছে যে, প্রভাস অনুষ্কাকে বিয়ে করছেন না। বরং শোনা যাচ্ছে যে, তিনি হায়দরাবাদেরই এক বড় ব্যবসায়ীর কন্যাকে বিয়ে করতে চলেছেন। যদিও এই খবর ছড়িয়ে পড়েছে যে, প্রভাসের জন্য বড় ঘরের মেয়ে দেখার পর ইতিমধ্যেই জোরকদমে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কৃষ্ণম রাজুর স্ত্রী শ্যামলা দেবী। যদিও প্রভাসের বিয়ে নিয়ে চর্চা নতুন নয়। কেউ কেউ তো বলছেন যে, সাম্প্রতিক তথ্যে সত্যতা থাকতে পারে। কারণ ইতিমধ্যেই প্রভাসের বয়স ৪৫ বছর হয়ে গিয়েছে। ফলে তাঁর বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল।
advertisement
advertisement