আপনার আর্থিক ভবিষ্যৎ এই ৭ জনের কাঁধে, জানেন কি কারা তৈরি করছেন দেশের বাজেট?

Last Updated:

শুধু নির্মলা নয়, এবারের বাজেট তৈরির পিছনে আরও ৬টা মাথা কাজ করছে। তাঁরা কারা? দেখে নেওয়া যাক।

কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি। বাজেটের প্রধান মাথা নিঃসন্দেহে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী নির্মলা এই নিয়ে পঞ্চমবার বাজেট পেশ করবেন। তবে শুধু নির্মলা নয়, এবারের বাজেট তৈরির পিছনে আরও ৬টা মাথা কাজ করছে। তাঁরা কারা? দেখে নেওয়া যাক।
টিভি সোমনাথন: অর্থ সচিব টিভি সোমনাথন। তামিলনাড়ু ক্যাডারের ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার। বর্তমানে ব্যয় বিভাগ দেখাশোনা করেন। তাঁর অধীনে, অর্থমন্ত্রণালয় মূলধন ব্যয় রেকর্ড অন্য উচ্চতায় পৌঁছেছে। এবারের বাজেট তৈরির পিছনে তাঁর অবদান অনেক।
advertisement
advertisement
অজয় শেঠ: অজয় অর্থনৈতিক বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব। গুরুত্বপূর্ণ পদে আছেন। বাজেটের একাধিক সিদ্ধান্ত তাঁরই নেওয়া। যাবতীয় ইনপুট এক জায়গায় এনে চূড়ান্ত আর্থিক বিবৃতি তৈরি করার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই।
তুহিনকান্ত পাণ্ডে: বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সচিব (ডিআইপিএএম) তুহিনকান্ত পান্ডে। বাজেট তৈরির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। এলআইসি এবং এয়ার ইন্ডিয়ায় বিনিয়োগ দেখভালের দায়িত্ব রয়েছে তাঁর উপরেই।
advertisement
সঞ্জয় মালহোত্রা: সম্প্রতি সঞ্জয় মালহোত্রাকে রাজস্ব সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। বাজেট অনুমান যাতে প্রত্যাশার বাইরে ছাপিয়ে না যায় তা নিশ্চিত করাটাই সঞ্জয়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি কেন্দ্র তাঁর বেশ কিছু মন্তব্যের জন্য সমালোচিত হয়েছে।
advertisement
বিবেক জোশী: বিবেক জোশীকে ১৯ অক্টোবর আর্থিক পরিষেবা বিভাগের সচিব নিযুক্ত করা হয়। বাজেটের আগে অর্থ মন্ত্রকের সর্বোচ্চ পদে নতুন মুখকে আনার সাহস দেখিয়েছে কেন্দ্র। এর আগে জোশী স্বরাষ্ট্র মন্ত্রকের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার ছিলেন।
ভি অনন্ত নাগেশ্বরণ: ২০২২ সালের বাজেটের আগে ভি অনন্ত নাগেশ্বরণকে চিফ ইকোনমিক অফিসার হিসেবে নিয়োগ করা হয়। এই বছরও বাজেট প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। কারণ তাঁকেই ২০২২-২৩-এর অর্থনৈতিক খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এবারের বাজেটের অনেক সিদ্ধান্তই যে তাঁর হাত দিয়ে পাস হবে সে কথা বলাই বাহুল্য!
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার আর্থিক ভবিষ্যৎ এই ৭ জনের কাঁধে, জানেন কি কারা তৈরি করছেন দেশের বাজেট?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement