Sensex Closing Bell: ভাঙল উত্থানের ধারা! ৩৫৯ পয়েন্ট কমে বন্ধ হল সেনসেক্স, আর ১৬৬০০-র তলায় নিফটি!

Last Updated:

আসলে শেয়ার বাজারে আজ উপরের স্তরে মুনাফা পুনরুদ্ধারের ঘটনা দেখা গিয়েছে। কিন্তু বাজার বন্ধ হওয়ার সময় এদিন দরের ক্ষেত্রে পতন লক্ষ্য করা গিয়েছে।

#নয়াদিল্লি: লাগাতার তিন দিন ধরে উত্থান দেখেছে ভারতীয় শেয়ার বাজার (Share Market)। তবে আজ সপ্তাহের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার যেন তাল কেটেছে কিছুটা। আসলে শেয়ার বাজারে আজ উপরের স্তরে মুনাফা পুনরুদ্ধারের ঘটনা দেখা গিয়েছে। কিন্তু বাজার বন্ধ হওয়ার সময় এদিন দরের ক্ষেত্রে পতন লক্ষ্য করা গিয়েছে। সেনসেক্স (Sensex) ৩৫৯.৩৪ পয়েন্ট কমে ৫৫৫৬৬.৪১-এ বন্ধ হয়েছে। অন্য দিকে, নিফটি (Nifty) ৭৬.৮৫ পয়েন্ট কমে ১৬৫৮৪.৫৫-এ বন্ধ হয়েছে। যদিও এর মধ্যে নিফটি তার ১৬৫০০-র স্তরে থাকতে সক্ষম হয়েছে। ব্যাঙ্ক নিফটি ৩৩৯.৫৫ পয়েন্ট কমে ৩৫৪৮৭.৪০-এ বন্ধ হয়েছে।
আজকের শেয়ার বাজারে বিদ্যুৎ ও আর্থিক ক্ষেত্রে সবচেয়ে বেশি কেনা-বেচা হয়েছে। এছাড়াও রিয়েলটি, মেটাল এবং অটো স্টকগুলির ক্ষেত্রেও ভালোই কেনাকাটা হয়েছে। বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচক মুনাফার মুখ দেখেই বন্ধ হয়েছে। আজ ১৭২০টি শেয়ারের ক্ষেত্রে উত্থান এবং ১৫৪৮টি শেয়ারের ক্ষেত্রে পতন দেখা গিয়েছে।
advertisement
advertisement
টাকার দাম ৭৭-এর উপরেই:
শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণ বাজার আজ পুনরুদ্ধারের অবস্থা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। চতুর্থ ত্রৈমাসিকের জিডিপি পরিসংখ্যানের জন্য অপেক্ষা করার সময়ও বাজারে একটি সুরক্ষামূলক প্রবণতা দেখা যাচ্ছিল। মূল্যবৃদ্ধির জেরে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জিডিপি বৃদ্ধির হার ৪ থেকে ৪.২ শতাংশ বলেই অনুমান করা হচ্ছে। তেলের দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে। টাকা আজ ডলারের প্রেক্ষিতে ৭৭.৬৪-এ বন্ধ হয়েছে, যা গতকাল অর্থাৎ ৩০ মে ৭৭.৫৪-এ বন্ধ হয়েছিল।
advertisement
আইপিও সংক্রান্ত নতুন নিয়ম:
বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) আইপিও-তে বিডিংয়ের নিয়মের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন এনেছে। সোমবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে সেবি। তাতে বলা হয়েছে যে, আইপিও আবেদনের জন্য প্রয়োজনীয় তহবিল বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকলে তবেই সেই আবেদন পর্যালোচনা করা হবে। বাজার নিয়ন্ত্রক বিজ্ঞপ্তি অনুসারে, "স্টক এক্সচেঞ্জগুলি তাদের ইলেকট্রনিক বুক বিল্ডিং প্ল্যাটফর্মগুলিতে এএসবিএ (ASBA) আবেদন তখনই স্বীকার করবে, যখন এর সঙ্গে মানি ব্লক হওয়ার নিশ্চিতকরণ আসবে।" আর এই নতুন নিয়ম সব ধরনের বিনিয়োগকারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sensex Closing Bell: ভাঙল উত্থানের ধারা! ৩৫৯ পয়েন্ট কমে বন্ধ হল সেনসেক্স, আর ১৬৬০০-র তলায় নিফটি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement