PM Kisan : e-KYC আপডেট করার আজই শেষ সুযোগ! দরকার লাগবে রেশন কার্ডও

Last Updated:

PM Kisan: কী ভাবে করবেন ই-কেওয়াইসি-

#নয়াদিল্লি: মঙ্গলবার ৩১ মে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একাদশ কিস্তির টাকার জারি করে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ রেজিস্টার্ড কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে ৷ কিন্তু যে কৃষকদের ই-কেওয়াইসি করা নেই তাঁদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে না ৷ ই-কেওয়াইসি করার শেষ দিন ৷
কী ভাবে করবেন ই-কেওয়াইসি-
বাড়িতে বসে এই ভাবে করতে পারবেন ই-কেওয়াইসি-
advertisement
বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে পিএম কিষানের জন্য ই-কেওয়াইসি সহজেই করতে পারবেন ৷ এর জন্য অবশ্য মোবাইল নম্বর আধার নম্বরের সঙ্গে লিঙ্কড থাকতে হবে ৷ কারণ রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি ৷
advertisement
  • প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
  • যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • advertisement
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
  • ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
  • এর জন্য কোনও শুল্ক দিতে হবে না
  • অন্যদিকে, অফলাইনে বায়োমেট্রিকের মাধ্যমে ই-কেওয়াইসি করা যেতে পারে ৷ কমন সার্ভিস সেন্টারে ই-কেওয়াইসি করার জন্য ১৭ টাকা ফি দিতে হয় ৷ এছাড়া সিএসসি ১০ থেকে ২০ টাকা পরিষেবা চার্জ নিতে পারে ৷ অর্থাৎ অফলাইনে ই-কেওয়াইসি করার জন্য ৩৭ টাকা পর্যন্ত দিতে হতে পারে ৷
    advertisement
    আপডেট করতে হবে রেশন কার্ড
    ই-কেওয়াইসি করা ছাড়া নথিভুক্ত করার বেশ কিছু নিয়মে পরিবর্তন করা হয়েছে ৷ এখন রেজিস্ট্রেশন করার জন্য জমির কাগজ, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, আধার কার্ডের হার্ড কপি কৃষি বিভাগের কার্যালয়ে জমা করতে হবে না ৷ এবার থেকে সমস্ত ডকুমেন্টের পিডিএফ কপি পোর্টালে আপডেট করতে হবে ৷
    view comments
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    PM Kisan : e-KYC আপডেট করার আজই শেষ সুযোগ! দরকার লাগবে রেশন কার্ডও
    Next Article
    advertisement
    Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
    কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
    • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

    VIEW MORE
    advertisement
    advertisement