ভুলেও ১১ টাকার ‘রিচার্জ’ করবেন না, হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কত ভাবে এবং কী কী পদ্ধতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছেন প্রতারকরা ৷
#নয়াদিল্লি: সাইবার ফ্রডের ঘটনা যে ভাবে বাড়ছে তাতে প্রতি পদক্ষেপে সাবধান থাকতে হবে সকলকেই ৷ একটা ভুল পদক্ষেপের জেরে মুহূর্তের মধ্যে খোয়াতে পারেন সমস্ত টাকা ৷ সম্প্রতি থানের এক প্রবীণ নাগরিক অনলাইন ফ্রডের শিকার হয়েছেন ৷ সিম কার্ড ব্লক হয়ে যাওয়ার ভয় দেখিয়ে ওই ব্যক্তির থেকে ৬ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা ৷ সকলকে সচেতন করার উদ্দেশ্যে News18Hindi এর তরফে একটি অনলাইন ফ্রড নিয়ে সিরিজ করা হচ্ছে ৷ এই সিরিজের দেখানো হয়েছে কত ভাবে এবং কী কী পদ্ধতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছেন প্রতারকরা ৷
জানা গিয়েছে, পুনের বাসিন্দার রাধেশ্যামের (নাম বদলানো) কাছে ফোন আসে টেলিকম সংস্থার নাম করে ৷ প্রতারকরা ফোন করে বলে,‘স্যার আপনার সিম কার্ড শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে কারন এর ভেরিফিকেশন হয়নি ৷ একদিনের মধ্যে ভেরিফিকেশন না করালে আপনার সিম বন্ধ হয়ে যাবে ৷’
advertisement
রাধেশ্যাম তাঁকে জানান টেলিকম সংস্থার অফিসে গিয়ে সিম ভেরিফিই করে নেবেন ৷ কিন্তু ফ্রডস্টার জানান, ‘আপনার নিজের যাওয়ার দরকার নেই ৷ আপনাকে একটি লিঙ্ক পাঠাচ্ছি যেখানে ক্লিক করে মাত্র ১১ টাকার পেমেন্ট করলেই ভেরিফিকেশন হয়ে যাবে ৷’ রাধেশ্যামের জন্য সংস্থার অফিসে গিয়ে এটা করাতে অনেকটাই সময় লেগে যাবে ৷ ফলে তিনি অনলাইন পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷
advertisement
রাধেশ্যাম লিঙ্ক খুললেও পেমেন্ট করতে পারেননি ৷ এরপর প্রতারকরা আরও একটি লিঙ্ক পাঠায় ৷ এই লিঙ্ক খোলার পর রাধেশ্যামের ফোন প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায় এবং মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ ২৫ হাজার তুলে নেওয়া হয় ৷
BSNL এর তরফে জারি অ্যালার্ট
BSNLএর তরফে দু’দিন আগেই ব্যবহারকারীদের জন্য অ্যালার্ট মেসেজ পাঠানো হয়েছে ৷ সংস্থার তরফে গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ অ্যালার্ট জারি করে বলা হয়েছে, কোনও নম্বর থেকে ফোন করে ভেরিফিকেশনের জন্য কোনও লিঙ্কে ক্লিক করতে বা অ্যাপ ডাউনলোড করতে বলা হলে শীঘ্রই সাবধান হয়ে যাবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2021 3:13 PM IST