হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
EPFO সদস্যদের জন্য স্বস্তি, বাড়ানো হল UAN-আধার লিঙ্ক করার ডেডলাইন

EPFO সদস্যদের জন্য স্বস্তি, বাড়ানো হল UAN-আধার লিঙ্ক করার ডেডলাইন

দেখে নিন কীভাবে ইপিএফ অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক করবেন

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ইপিএফও সাবস্ক্রাইবার্সদের জন্য স্বস্তির বার্তা ৷ UAN এর সঙ্গে আধার লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে করা হল ৩১ ডিসেম্বর ৷ এর আগে UAN-আধার লিঙ্ক করার ডেডলাইন ছিল ৩১ অগাস্ট ৷ তবে এবার তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হল ৷ ইপিএফও-র তরফে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/national/to-get-4000-rupees-from-pm-kisan-yojona-do-this-by-30th-september-dc-657731.html

৩১ ডিসেম্বরের মধ্যে ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করালে সংস্থার তরফে যে কন্ট্রিবিউশন এই অ্যাকাউন্টে জমা হয় তা বন্ধ করে দেওয়া হবে ৷ এর পাশাপাশি ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে ৷ ইপিএফ অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্কড না থাকলে ইপিএফও -র পরিষেবা ব্যবহার করতে পারবেন না সাবস্ক্রাইবার্সরা ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/check-out-register-on-pm-kisan-mobile-app-goi-and-get-rs-6000-rupees-dc-656821.html

দেখে নিন কীভাবে ইপিএফ অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক করবেন

  • সবার প্রথমে EPFO পোর্টাল epfindia.gov.in এ যেতে হবে
  • UAN ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে
  • “Manage” সেকশনে KYC অপশনে ক্লিক করতে হবে
  • যে পেজটি খুলবে সেখানে ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একাধিক ডকুমেন্টস দেখতে পাবেন
  • আধার সিলেক্ট করে সেখানে আধার নম্বর ও আধার কার্ডে দেওয়া আপনার নাম দিয়ে ক্লিক করতে হবে
  • আপনার দেওয়া আধার সংক্রান্ত তথ্য UIDAI-এর ডেটার সঙ্গে ভেরিফাই করা হবে
  • কেওয়াইসি ডকুমেন্ট সঠিক থাকলে আপনার আধার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এবং আপনার আধারের সামনে “Verify” লেখা আসবে
  • EPF অ্যাকাউন্টে কর্মচারী এবং এমপ্লয়ার দু’জনেই টাকা জমা করে থাকেEPFO অ্যাক্ট অনুযায়ী, কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ EPF অ্যাকাউন্টে জমা হয়ে থাকে ৷ এমপ্লয়ারও কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ টাকা অ্যাকাউন্টে জমা করে ৷ সংস্থার ১২ শতাংশ কন্ট্রিবিউশনের মধ্যে ৩.৬৭ শতাংশ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা হয় আর বাকি ৮.৩৩ শতাংশ জমা হয় কর্মীদের পেনশন স্কিমে ৷ ইপিএফ অ্যাকাউন্টে বার্ষিক ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হয় ৷
Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: UAN and Aadhaar Linking