EPFO সদস্যদের জন্য স্বস্তি, বাড়ানো হল UAN-আধার লিঙ্ক করার ডেডলাইন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কীভাবে ইপিএফ অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক করবেন
#নয়াদিল্লি: ইপিএফও সাবস্ক্রাইবার্সদের জন্য স্বস্তির বার্তা ৷ UAN এর সঙ্গে আধার লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে করা হল ৩১ ডিসেম্বর ৷ এর আগে UAN-আধার লিঙ্ক করার ডেডলাইন ছিল ৩১ অগাস্ট ৷ তবে এবার তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হল ৷ ইপিএফও-র তরফে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে জানানো হয়েছে ৷
৩১ ডিসেম্বরের মধ্যে ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করালে সংস্থার তরফে যে কন্ট্রিবিউশন এই অ্যাকাউন্টে জমা হয় তা বন্ধ করে দেওয়া হবে ৷ এর পাশাপাশি ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে ৷ ইপিএফ অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্কড না থাকলে ইপিএফও -র পরিষেবা ব্যবহার করতে পারবেন না সাবস্ক্রাইবার্সরা ৷
advertisement
advertisement
দেখে নিন কীভাবে ইপিএফ অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক করবেন
- সবার প্রথমে EPFO পোর্টাল epfindia.gov.in এ যেতে হবে
- UAN ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে
- “Manage” সেকশনে KYC অপশনে ক্লিক করতে হবে
- যে পেজটি খুলবে সেখানে ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একাধিক ডকুমেন্টস দেখতে পাবেন
- আধার সিলেক্ট করে সেখানে আধার নম্বর ও আধার কার্ডে দেওয়া আপনার নাম দিয়ে ক্লিক করতে হবে
- আপনার দেওয়া আধার সংক্রান্ত তথ্য UIDAI-এর ডেটার সঙ্গে ভেরিফাই করা হবে
- কেওয়াইসি ডকুমেন্ট সঠিক থাকলে আপনার আধার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এবং আপনার আধারের সামনে “Verify” লেখা আসবে
- EPF অ্যাকাউন্টে কর্মচারী এবং এমপ্লয়ার দু’জনেই টাকা জমা করে থাকে
advertisement
EPFO অ্যাক্ট অনুযায়ী, কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ EPF অ্যাকাউন্টে জমা হয়ে থাকে ৷ এমপ্লয়ারও কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ টাকা অ্যাকাউন্টে জমা করে ৷ সংস্থার ১২ শতাংশ কন্ট্রিবিউশনের মধ্যে ৩.৬৭ শতাংশ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা হয় আর বাকি ৮.৩৩ শতাংশ জমা হয় কর্মীদের পেনশন স্কিমে ৷ ইপিএফ অ্যাকাউন্টে বার্ষিক ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হয় ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2021 12:52 PM IST