#নয়াদিল্লি: ইপিএফও সাবস্ক্রাইবার্সদের জন্য স্বস্তির বার্তা ৷ UAN এর সঙ্গে আধার লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে করা হল ৩১ ডিসেম্বর ৷ এর আগে UAN-আধার লিঙ্ক করার ডেডলাইন ছিল ৩১ অগাস্ট ৷ তবে এবার তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হল ৷ ইপিএফও-র তরফে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে জানানো হয়েছে ৷
৩১ ডিসেম্বরের মধ্যে ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করালে সংস্থার তরফে যে কন্ট্রিবিউশন এই অ্যাকাউন্টে জমা হয় তা বন্ধ করে দেওয়া হবে ৷ এর পাশাপাশি ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে ৷ ইপিএফ অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্কড না থাকলে ইপিএফও -র পরিষেবা ব্যবহার করতে পারবেন না সাবস্ক্রাইবার্সরা ৷
দেখে নিন কীভাবে ইপিএফ অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক করবেন
সবার প্রথমে EPFO পোর্টাল epfindia.gov.in এ যেতে হবে
UAN ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে
“Manage” সেকশনে KYC অপশনে ক্লিক করতে হবে
যে পেজটি খুলবে সেখানে ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একাধিক ডকুমেন্টস দেখতে পাবেন
আধার সিলেক্ট করে সেখানে আধার নম্বর ও আধার কার্ডে দেওয়া আপনার নাম দিয়ে ক্লিক করতে হবে
আপনার দেওয়া আধার সংক্রান্ত তথ্য UIDAI-এর ডেটার সঙ্গে ভেরিফাই করা হবে
কেওয়াইসি ডকুমেন্ট সঠিক থাকলে আপনার আধার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এবং আপনার আধারের সামনে “Verify” লেখা আসবে
EPF অ্যাকাউন্টে কর্মচারী এবং এমপ্লয়ার দু’জনেই টাকা জমা করে থাকেEPFO অ্যাক্ট অনুযায়ী, কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ EPF অ্যাকাউন্টে জমা হয়ে থাকে ৷ এমপ্লয়ারও কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ টাকা অ্যাকাউন্টে জমা করে ৷ সংস্থার ১২ শতাংশ কন্ট্রিবিউশনের মধ্যে ৩.৬৭ শতাংশ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা হয় আর বাকি ৮.৩৩ শতাংশ জমা হয় কর্মীদের পেনশন স্কিমে ৷ ইপিএফ অ্যাকাউন্টে বার্ষিক ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হয় ৷
Published by:Dolon Chattopadhyay
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।