মাত্র কিছু টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা সুরক্ষিত রাখা সম্ভব, জানুন মানি ইনস্যুরেন্সের খুঁটিনাটি!

Last Updated:

ইনস্যুরেন্স বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, যে সকল ব্যবসায় টাকার লেনদেন বেশি মাত্রায় হয়, সে-ক্ষেত্রে এই মানি ইনস্যুরেন্স থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: সুরক্ষা এবং সঞ্চয় - উভয়ই প্রদান করে থাকে ইনস্যুরেন্স প্রোডাক্ট (Insurance Products)। কিন্তু এর প্রধান উদ্দেশ্যই হল, আচমকা যে কোনও দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া। ইতিমধ্যেই বাজারে বিভিন্ন ধরনের ইনস্যুরেন্স প্রোডাক্ট মজুত রয়েছে। এর মধ্যে একটি হল মানি ইনস্যুরেন্স (Money Insurance)। যা ব্যবসার সঙ্গে জড়িত টাকার সুরক্ষা প্রদান করে। মানি ইনস্যুরেন্সে চুরি, ডাকাতি এবং টাকার লুটের ক্ষেত্রে হওয়া ক্ষতি থেকে থেকে বাঁচাতে সাহায্য করে। ব্যবসায়ীরা মানি ইনস্যুরেন্সে পাওয়া সকল বেনিফিট এবং বিকল্প বেছে নিতে পারেন। এ-ছাড়াও নিজেদের পছন্দ অনুযায়ী পলিসি বেছে নেওয়া যায়।
ইনস্যুরেন্স বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, যে সকল ব্যবসায় টাকার লেনদেন বেশি মাত্রায় হয়, সে-ক্ষেত্রে এই মানি ইনস্যুরেন্স থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আচমকা টাকা চুরি হয়ে গেলে মানি ইনস্যুরেন্সের মাধ্যমে সেই ক্ষতি থেকে বাঁচা সম্ভব। মানি ইনস্যুরেন্স ব্যবসায়ীদের সুরক্ষা প্রদান করে থাকে। এর ফলে মানি ইনস্যুন্সের মাধ্যমে ব্যবসায়ীরা সুরক্ষিত থাকতে পারেন। আচমকা চুরি এবং ডাকাতির ফলে ক্ষতি হলে ব্যবসায়ীরা এই মানি ইনস্যুরেন্সের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতে পারেন।
advertisement
advertisement
advertisement
নগদ, চেক, ড্রাফট, ট্রেজারি নোটস এবং পোস্টাল অর্ডারের মতো সকল প্রকার লিক্যুইড ফান্ড কভার করা যেতে পারে মানি ইনস্যুরেন্সে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই মানি ইনস্যুরেন্সের প্রিমিয়াম খুব একটা বেশি হয় না। মানি ইনস্যুরেন্সের মাধ্যমে অধিক সুরক্ষা প্রদান করা হয়। প্রায় সকলেই লাইফ, হেলথ এবং মোটর ইনস্যুরেন্স করে থাকেন। কিন্তু মানি ইনস্যুরেন্সের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অনেকেই জানেন না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
এই ধরনের ক্ষতিতে সাহায্য পাওয়া যায় না:
সাধারণত কোনও ভুল কিংবা গাফিলতির কারণে টাকা খোয়া গেলে মানি ইনস্যুরেন্সের মাধ্যমে সেটি ফেরত পাওয়া যায় না। এ-ছাড়াও যে ব্যক্তি বিমা করিয়েছেন, তিনি ছাড়া অন্য কারও কাছ থেকে টাকা চুরি গেলেও এর মাধ্যমে কোনও সাহায্য পাওয়া যায় না। অর্থাৎ দোকানের কর্মচারী বা অন্য কেউ থাকার সময় যদি দোকানে চুরি হয়, তা-হলে সেই ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া সম্ভব নয়। এ-ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধ অথবা যুদ্ধের পরিস্থিতিতে হওয়া ক্ষতির ক্ষেত্রে এই ইনস্যুরেন্সের মাধ্যমে কোনও সাহায্য পাওয়া যায় না। এর জন্য এই ধরনের পলিসি নেওয়ার আগে তা ভাল করে পড়ে তবেই নেওয়া উচিত।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র কিছু টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা সুরক্ষিত রাখা সম্ভব, জানুন মানি ইনস্যুরেন্সের খুঁটিনাটি!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement