দলে নেই কোনও পরিবর্তন, নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

Last Updated:

টি-২০ বিশ্বকাপে সুপার ১২-এ দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে ভারত। বৃহস্পতিবার টানা দ্বিতীয় জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। লড়াই দিতে প্রস্তুত ডাচরা।

#সিডনি: চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ২০২২ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হারের পর ভারতের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লড়াই ডাচদের। প্রথম ম্যাচের পর সিডনিতেও টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মা। ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়কের। পাকিস্তান ম্যাচের একই একাদশ নিয়ে খেলছে টিম ইন্ডিয়া।
ভারতীয় দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনে ওপেনিংয়ে কেএল রাহুল ও রোহিত শর্মা। এরপর মিডল অর্ডারে রয়েছেন পাকিস্তান ম্যাচের নায়ক বিরাট কোহলি। এছাড়া সূর্যকুমার যাদব। দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে রয়েছেন দীনেশ কার্তিক। পেসার অলরাউন্ডার হিসেবে রয়ছেন পাক ম্যাচে ব্যাট-বলে দুরন্ত পারফর্ম করা হার্দিক পান্ডিয়া।
এরপর দলের বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার হিসেবে দ্বিতীয় ম্যাচেও সুযোগ পেয়েছেন অক্ষর প্যাটেল। এছাড়া দ্বিতীয় স্পিনার হলেন পাক ম্যাচে উইনিং স্কোর করা রবিচন্দ্রন অশ্বিন। দলে তিন পেসার হিসেবে খেলছেন প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে দুরন্ত পারফর্ম করা অর্শদীপ সিং। এছাড়া রয়েছেন অভিজ্ঞ মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।
advertisement
advertisement
এছাড়া নেদারল্যান্ডসের প্রথম একাদশের ব্যাটিং লাইনে ওপেনিংয়ে রয়েছেন বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও ডাউড। মিডল অর্ডারে ব্যাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান ও অধিনায়ক স্কট উডস। দলের দুই স্পিনার হলেন টিম প্রিঙ্গেল ও শারিজ আহমেদ। তিন পেসার নিয়ে খেলছে ডাচরা। তাহা হলেন লগান ভ্যান বিক, ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মিকেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দলে নেই কোনও পরিবর্তন, নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement