মেসি বা রোনাল্ডোর হাতেই বিশ্বকাপ দেখতে চান সৌরভ, খাবারের সমস্যা মিটিয়ে দেবে বোর্ড নিশ্চিত দাদা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
BCCI will solve food and practice problem for team India believes former President Sourav Ganguly. বিসিসিআই থেকে মেসি রোনাল্ডো! হৃদয় খুলে কথা বললেন সৌরভ
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে যে ব্যবহার করা হয়েছে তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। মঙ্গলবার অনুশীলন শেষে ভারতীয় ক্রিকেটারদের ঠান্ডা খাবার দেওয়া হয়েছিল। যা ছিল পরিমাণে অত্যন্ত কম এবং নিজেদের স্যান্ডউইচ নিজেদের বানিয়ে নিতে বলা হয়েছিল। তাছাড়া যে মাঠে ভারতের অনুশীলন রাখা হয়েছিল তা হোটেল থেকে এক ঘন্টার দূরত্ব।
অনেকের অভিযোগ ইচ্ছে করে ভারতীয় দলের সঙ্গে খারাপ ব্যবহার করছে আইসিসি। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য আশাবাদী খাবার এবং অনুশীলনের সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে নেবে বিসিসিআই। বুধবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এসেছিলেন সৌরভ। সেখানেই এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি।
advertisement
advertisement
বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় কমনওয়েলথ গেমসে পদকজয়ী অচিন্ত্য শিউলি এবং স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষালের হাতে। পুরস্কৃত করা হয় মনোজ তিওয়ারিকে। রঞ্জি ট্রফিতে দুটি শতরান এবং অর্ধশতরান করেছিলেন মনোজ। বাংলাকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান। পুরস্কার পেয়ে মনোজ জানিয়েছেন এখনও তিনি স্বপ্ন দেখেন বাংলাকে ভারত সেরা করার। তাই খেলা চালিয়ে যাবেন।
advertisement
— Sourav Ganguly (@SGanguly99) October 26, 2022
এছাড়াও টেবিল টেনিস খেলোয়াড় সুথির্থা মুখোপাধ্যায়, ফুটবলার শৌভিক চক্রবর্তী, জিমন্যাস্ট প্রণতি নায়েকদের পুরস্কৃত করা হয়। ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সৌরভকে বহু বছর আগে পুরস্কৃত করা হয়েছিল তার ক্যারিয়ারের প্রথম দিকে। সেই স্মৃতি রোমন্থন করেন সৌরভ।
advertisement
আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের অবাক হারে সৌরভ জানিয়েছেন বৃষ্টি পড়ে অনেক হিসেব বদলে যেতে পারে বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে। সেমিফাইনাল এবং ফাইনাল দেখতে কাতারে উড়ে যাবেন সৌরভ। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডর শেষ বিশ্বকাপ হতে চলেছে এবার। তাই এই দুই মহান ফুটবলারকে সফল হতে দেখতে চান সৌরভ।
advertisement
দুজনকেই অসম্ভব ভালোবাসেন তিনি। তবে মেসি এবং রোনাল্ডোর সাফল্য যে তাদের একার হাতে নেই সেটাও জানিয়ে দিয়েছেন মহারাজ। দল হিসেবে পারফর্ম করতে হবে আর্জেন্টিনা এবং পর্তুগালকে। তবেই এই দুই জীবন্ত কিংবদন্তির পক্ষে ভাল কিছু করা সম্ভব হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2022 10:02 PM IST