কিং কোহলির ম্যাজিকে মজে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া, জানালেন কুর্নিশ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Neeraj Chopra salutes Virat Kohli after brilliant knock against Pakistan. কিং কোহলির ম্যাজিকে মজে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া, জানালেন কুর্নিশ
#নয়াদিল্লি: কোহলির পাক বধে খুশি ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।টোকিও অলিম্পিকে পদক জয়ী সমস্ত খেলোয়াড়দের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন বিরাট কোহলি। বিরাট লিখেছিলেন, সকল বিজয়ী ও অলিম্পিক্সে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা। জেতা-হারা খেলার অঙ্গ। সবচেয়ে বড় ব্যাপার হল আপনারা দেশের জন্য সেরাটা দিয়েছেন। আমরা আপনাদের জন্য গর্বিত। এভাবেই এগিয়ে যান। আমরা অত্যন্ত গর্বিত। জয় হিন্দ।
আরও পড়ুন - আফ্রিকান সিংহদের মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের বাঘেরা, হুঙ্কার সাকিবের
এমনকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রূপা পাওয়ার জন্য ও নিরাজকে অভিবাদন জানান কোহলি।এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়ের জন্য কোহলিকে শুভেচ্ছা বার্তা জানান নীরজ চোপড়া। নিজের সোশ্যাল মিডিয়া সাইটে নিরাজ লেখেন কোহলিকে রাজা হয়তো এই জন্যই বলা হয়। কি অসাধারণ জয়!
advertisement
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুপার টুয়েলভ রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পিছনে মুখ্য ভূমিকা রয়েছে বিরাট কোহলির। তার ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস ভারতের জয় এনে দিতে সাহায্য করেছিল। এই অসাধারণ ইনিংসের সৌজন্যে বিরাট টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন এদিন।
advertisement
They call him King Kohli for a reason. 👑 What a win, Team India! 🇮🇳#INDvsPAK2022 pic.twitter.com/qWVgLKLROp
— Neeraj Chopra (@Neeraj_chopra1) October 23, 2022
advertisement
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে, বিরাট কোহলি ৬০৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থান করছিলেন। বিরাট কোহলির ৩৩ নম্বর থেকে নবম স্থানে পৌঁছতে মাত্র কয়েক মাস লেগেছে। বিরাট যে ফর্মে আছেন, সেই ফর্মে ধরে রাখতে পারলে শীঘ্রই তিনি প্রথম পাঁচের মধ্যে উঠে আসবেন। এখন ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছেন বিরাট কোহলি।
advertisement
অন্য দিকে ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ২ নম্বর স্থান হারিয়ে ফেলেছেন। তাঁকে টপকে গিয়ে ২ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তিন নম্বরে নেমে গিয়েছেন স্কাই। সূর্য ৮২৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে সূর্যকুমার ও বিরাট ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2022 9:02 PM IST